শফিউল আলম প্রধানের মুক্তি দাবীতে ছাত্রলীগের ধর্মঘট সভা ও মিছিল
ঢাকা: ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব শফিউল আলম প্রধানকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র জমায়েত অনুষ্ঠিত হয়। জনাব প্রধানকে গ্রেফতারের প্রতিবাদে ছাত্রলীগ সারা দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছিল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট হয়েছে। এছাড়া বটতলায় অনুষ্ঠিত ছাত্র জমায়েতে ছাত্রলীগ সভাপতি জনাব মনিরুল হক চৌধুরী দাবী করেন যে, খুলনা, বগুড়া, বরিশাল প্রভৃতি এলাকায় পূর্ণ হরতাল পালিত হয়েছে। ছাত্র জমায়েত শেষে ছাত্রলীগ কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবদুল মতিন চৌধুরীর বাসগৃহের সম্মুখে কিছুক্ষণের জন্য অবস্থান ধর্মঘট করেন। এরপর ছাত্রলীগের কর্মীরা মিছিল সহকারে আওয়ামী লীগ অফিসে যায়। আওয়ামী লীগ অফিসে ছাত্রলীগ কর্মীরা জনাব প্রধানকে গ্রেফতারের প্রতিবাদ জানান।
বেশির ভাগ ছাত্রছাত্রীর হল ত্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের গতকাল মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টাব্যাপী গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে। এদিকে সােমবার বিশ্ববিদ্যালয়ের কলাভবনে গ্রেনেড নিক্ষেপের ঘটনা এবং ৭২ ঘণ্টার মধ্যে হল ছাড়ার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নােটিশের ফলে গতকাল ১ বার বিভিন্ন আবাসিক হল থেকে অধিকাংশ ছাত্র চলে যায়। বর্তমানে বিভিন্ন হলে দূর-দূরান্তের ছু ছাত্র অবস্থান করছে। এরাও আজ বুধবার অথবা আগামী বৃহস্পতিবারের মধ্যে হল ত্যাগ করবে বলে আশা করা যাচ্ছে।
রংপুরে ছাত্র ধর্মঘট: শফিউল আলম প্রধানের গ্রেফতারের প্রতিবাদে আজ এখানে ছাত্রলীগের আহ্বানে পূর্ণ হরতাল পালন করা হয়েছে।৩১
রেফারেন্স: ৯ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত