You dont have javascript enabled! Please enable it! 1974.04.08 | চোরাচালানীরা দেশের শত্রু দমনে সহযােগিতা করুণ: মনসুর আলী | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

চোরাচালানীরা দেশের শত্রু দমনে সহযােগিতা করুণ: মনসুর আলী

যশাের: স্বরাষ্ট্র যােগাযােগ দফতরের মন্ত্রী জনাব মনসুর আলী চোরাচালানীকে নির্মূল করার জন্য সীমান্ত এলাকায় জনগণকে আইন প্রয়ােগকারী সংস্থার সাথে সহযােগিতা করতে আহ্বান জানান। তিনি বেনাপােল হাইস্কুল প্রাঙ্গণে এক জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন। সভায় সভাপতিত্ব ক, জাতীয় সংসদ সদস্য জনাব তবিবুর রহমান সর্দার। মন্ত্রী বলেন যে, চোরাচালানীরা জনগণের বন্ধু নয়, তারা দেশের বড় শত্রু। তিনি বলেন, এই ধরনের শত্রুরা দেশের ভিতরে ও বাইরে কাজ করে আমাদের বহু কষ্টে অর্জিত স্বাধীনতা নস্যাতের চেষ্টা করছে। এই শ্রেণির লােকেরাই গুপ্তহত্যা, চোরাচালানী ও সমাজবিরােধী কাজ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তিনি বলেন যে, এই ধরনের বিশৃঙ্খলার ফলে বিশ্ব দরবারে বঙ্গবন্ধুর সম্মান ও দেশের মর্যাদা হানি হচ্ছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর নির্দেশ সত্ত্বেও তারা অস্ত্র জমা দেয়নি। তিনি বিডিআর, পুলিশ ও রক্ষী বাহিনীর হাতে এই সব চোরাচালানীদেরকে ধরিয়ে দিতে আহ্বান জানান। তাহলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সম্ভব হবে। পূর্বাহ্নে মন্ত্রী সীমান্ত এলাকা সফর করেন।২৬

রেফারেন্স: ৮ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত