রাজনৈতিক সুবিধাবাদীদের নির্মূল করা হবে: মনসুর আলী
পাবনা: যােগাযােগ ও স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী জনাব মনসুর আলী বলেন যে, সরকার দুষ্কৃতিকারী ও সশস্ত্র হুমকিদানকারীদের স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। তিনি বলেন, এ তৎপরতা চলতে দেয়া যায় না। মন্ত্রী আজ পাবনা বার সমিতির সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, সরকার দেশে শান্তি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। মন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা হচ্ছে। প্রগতির পূর্বশর্ত। আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী মনােরঞ্জন ধরও এই সভায় উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কতিপয় রাজনৈতিক সুবিধাবাদী দিনের পর দিন গুপ্তহত্যা ও লুটপাট চালিয়ে যাচ্ছে। সাথে সাথে তারা বলেন, এরা দেশের সমস্যাকে আরও জটিল করে তুলছে। জনগণের দুঃখ-কষ্টকে করে তুলছে অসহনীয়। জনাব মনসুর আলী বলেন, সরকার নিজের দায়িত্ব সম্পর্কে অত্যন্ত সচেতন এবং এই হটকারীদের উৎখাত করতে বদ্ধপরিকর। সভায় ভাষণ দানকালে শ্রী মনােরঞ্জন ধর বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আগে দরকার সজাগ থাকবার। তিনি আইনজ্ঞদের আশা দিয়ে বলেন যে, তাদের পরামর্শ ও মন্তব্য সরকার স্বেচ্ছায় গ্রহণ করবে। স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী স্থানীয় মােক্তার বারের সভায় ভাষণ দেন। জনাব মনসুর আলী স্থানীয় কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আলােচনা করেন।১১০
রেফারেন্স: ২৮ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত