এম এন এ-দের প্রতি আওয়ামী লীগ
রাজনৈতিক সংবাদদাতা
যেসব এম এন এ বিদেশী প্রতিনিধিদের সঙ্গে, বিশেষভাবে মারকিন প্রতিনিধিদের সঙ্গে বাংলা দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন বা বলছেন আওয়ামী লীগ ওয়ারকিং কমিটি তাঁহাদের “সাবধান” করে দিয়েছেন। বৃহস্পতিবার আওয়ামী লীগ ওয়ারকিং কমিটি সিদ্ধান্ত নিয়েছেন, এই কাজ যারা করবেন তাদের বিরুদ্ধে ‘চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ এ দিন আবার ঘােষণা করেছেন, পূর্ণ স্বাধীনতা ছাড়া অন্য কোনও শর্তে তারা কোনও কাজ করতে রাজি নন। আওয়ামী লীগ ওয়ারকিং কমিটি আরও স্থির করেছেন যে এখনই দলের নেতৃত্বে কোনও পরিবর্তন প্রয়ােজন নেই।মুক্তি বাহিনীর সঙ্গে রাজনৈতিক পর্যায়ে যােগাযােগ রাখার প্রস্তাবও কমিটি নিয়েছেন।কমিটি এই দিন বাংলাদেশ সরকারকে এই অনুরােধ জানিয়েছেন যে, যাদের হাতে অস্ত্র দেওয়া হচ্ছে তাদের পূর্ণ তালিকা যেন রাখা হয়।
২৯ অক্টোবর ‘৭১
Reference: ২৯ অক্টোবর ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা