You dont have javascript enabled! Please enable it! 1974.03.27 | সাম্প্রদায়িকতাকে পুঁজি করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চক্রান্ত রুখন- আবদুর রব সেরনিয়াবাত | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

সাম্প্রদায়িকতাকে পুঁজি করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চক্রান্ত রুখন

ঢাকা: বন্যা নিয়ন্ত্রণ ও পানিসম্পদ বিষয়ক মন্ত্রী জনাব আবদুর রব সেরনিয়াবাত সাম্প্রদায়িকতাকে মূলধন করে যারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করার আহ্বান জানান। জনাব সেরনিয়াবাত গত মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ আয়ােজিত সেমিনারে সভাপতির ভাষণ দিচ্ছিলেন। জনাব সেরনিয়াবাত বলেন যে, আজকের স্বাধীনতা দিবসের প্রথম লগ্নে জাতীয় স্বাধীনতাকে সুসংহত ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার নতুন প্রতিজ্ঞা গ্রহণ করে বাংলার যুবসমাজকে সামনে এগিয়ে যেতে হবে। তিনি বলেন যে, সাম্প্রদায়িকতা সর্বদাই জাতীয় ঐক্যের পথে বাধার সৃষ্টি করে থাকে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে, সাম্প্রদায়িক মনােভাবাপন্ন ব্যক্তি কোনদিনই জাতির বন্ধু হতে পারে না। জনাব সেরনিয়াবাত বলেন যে, সমাজ থেকে শােষকদের নির্মূল না করা পর্যন্ত বঙ্গবন্ধুর অনুসারীদের সংগ্রাম শেষ হবে না। অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী যুব। লীগের সাধারণ সম্পাদক জনাব আহমদ, প্রেসিডিয়ামের সদস্য জনাব আবদুল কুদুস মাখন এমপি, প্রচার সম্পাদক জনাব ফকির আবদুর রাজ্জাক, জনাব হাবিবুল্লাহ বিশ্বাস ও জনাব মােয়াজ্জেম হােসেন প্রমুখ আলােচনায় অংশগ্রহণ করেন।১০৪

রেফারেন্স: ২৭ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত