You dont have javascript enabled! Please enable it! 1974.03.27 | ছাত্র সংগ্রাম পরষদের স্মারকলিপির জবাব- খন্দকার মােশতাক আহমদ | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

ছাত্র সংগ্রাম পরষদের স্মারকলিপির জবাব

ঢাকা: বাণিজ্যমন্ত্রী খন্দকার মােশতাক আহমদ বুধবার বলেন যে, নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধিজনিত সংকট সম্পর্কে সরকার খুবই উদ্বিগ্ন রয়েছেন। এবং এ সংকট নিরসনের প্রচেষ্টা জোরদার করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে। গত ২৩ মার্চ ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক প্রদত্ত স্মারকলিপির লিখিত জবাবে মন্ত্রী মহােদয় এ কথা বলেন। নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যাদির মূল্য হ্রাসকল্পে অসাধু ব্যবসায়ী ও আমদানিকারকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দেশব্যাপী সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছেন, তাতে সহযােগিতা করার ব্যাপারে তিনি জনগণ ও ছাত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে, বাণিজ্য ও বহিঃবাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ব্যবসায়িক নীতিজ্ঞান বর্জিত আমদানিকারকদের ছাঁটাইয়ের জন্যে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা অবলম্বনের জন্য বাছাই প্রক্রিয়া স্ক্রিনিং শুরু হয়েছে। এ কাজ সমাপ্তির পথে থাকলেও কোনাে কোনাে এলাকায় এখনাে বাছাইয়ের বাকি আছে। বাছাইয়ের পরে সারা দেশে আমদানিকারকদের সংখ্যা ২০ হাজারের মতাে থাকবে বলে অনুমান করা হচ্ছে। তিনি বলেন, টিসিবি কর্তৃক আমদানিকৃত অধিকাংশ ভােগ্যপণ্য বর্তমানে বাংলাদেশ ভােগ্যপণ্য সরবরাহ সংস্থার মাধ্যমে বিতরণ করা হচ্ছে। এ সংস্থার মাধ্যমে বিতরণকৃত দ্রব্যাদির মধ্যে রয়েছে আমদানি করা ও দেশে প্রস্তুত কাপড় ও আমদানি করা সাইকেল ও শিশুখাদ্য ইত্যাদি। বর্তমানে সিমেন্ট ও ঢেউটিন সরাসরি নিয়ােজিত ডিলারদের মাধ্যমে বিক্রয় করা হয়। এ সকল দ্রব্যের ডিলারিদের বাছাই করা হয়েছে। সিমেন্টের ১০ হাজার ২৩ জন ডিলার ও ঢেউটিনের ৬শ ৮৪ জন ডিলারের মধ্যে বাছাই প্রক্রিয়ায় যথাক্রমে ৫শ ৪২ ও ৪শ ৪০ জনের ডিলারশীপ বাতিল করা হয়েছে। অনুমােদিত ডিলারদের নাম সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে।১০৫

রেফারেন্স: ২৭ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত