আমদানি ও রপ্তানি বাণিজ্যে সমতা আনতে হবে
ঢাকা: বাণিজ্যমন্ত্রী জনাব খােন্দকার মােশতাক আহমেদ দেশের বিদেশ বাণিজ্যের অসমতা দূরীকরণের আহ্বান জানিয়ে বলেন, যেহেতু দেশের সম্পদ সীমিত সেজন্য আমদানি কমিয়ে রপ্তানির সাথে সামঞ্জস্য বিধান করা দরকার। বিকেলে স্থানীয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চাঁদপুর সমিতি আয়ােজিত এক সম্বর্ধনা সভায় জনাব মােশতাক আহমেদ বলেন, দেশের অর্থনীতি রক্ষা করতে হলে বৈদেশিক বাণিজ্যে এরূপ অসমতা আর চলতে দেয়া যায় না। অবশ্য দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যে সমতা আনতে হবে বলে তিনি উল্লেখ করেন। দেশের ব্যবসায় ক্ষেত্রে মধ্যস্বত্বভােগীদের, মুনাফাখখারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জনাব মােশতাক আহমেদ জাতির বৃহত্তর স্বার্থে এসব মুনাফাখখারদের দমন করার উপর গুরুত্ব আরােপ করেন। তিনি বলেন, এক শ্রেণির লােক এরূপ মুনাফাখখারীর মাধ্যমে দেশের জনগণকে শােষণ করছে। সরকার আর এ অবস্থা সহ্য করতে পারে না বলে তিনি মনে করছেন।৭৬
রেফারেন্স: ১৯ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত