You dont have javascript enabled! Please enable it! 1974.03.18 | জাসদের কেন্দ্রীয় কার্যালয় ভস্মীভূত | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

জাসদের কেন্দ্রীয় কার্যালয় ভস্মীভূত

ঢাকা: দুপুর ১২টার দিকে একটি বিরাট জঙ্গী শশাভাযাত্রা জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় দফতরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। কেউ হতাহত হয়নি। জাসদ নেতারা বিক্ষুব্ধ শােভাযাত্রা দেখে পালিয়ে যায়। আমাদের সংবাদদাতা জানান, জাতীয় সমাজতান্ত্রিক দলের এই অফিসটি কর্মচঞ্চল বঙ্গবন্ধু এভিনিউর একটি পরিত্যক্ত দ্বিতল ভবনে অবস্থিত। গত ১৭ মার্চ পল্টন ময়দান থেকে উস্কানিমূলক বক্তৃতা দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ একদল লােক স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসস্থান আক্রমণ করার প্রতিবাদে গতকাল সার্কিট হাউস রােডস্থ আওয়ামী লীগ কার্যালয়ে একটি সভা ডাকা হয়। সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য জনাব গাজী গােলাম মােস্তফা। সভায় বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক। জনাব রাজ্জাক ঘােষণা করেন, প্রতিক্রিয়াশীল চক্রান্তের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রত্যক্ষ সংগ্রাম শুরু করতে বাধ্য হয়েছে। তিনি অভিযােগ করেন, জাসদ নেতারা আইন নিজের হাতে তুলে নিয়েছে। তিনি গত পরশু স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে হামলার নিন্দা করে বলেন, ওরা সেখানে গুলি ছুঁড়েছে, পুলিশকে আক্রমণ করেছে এবং চীন-মার্কিন সাম্রাজ্যবাদের চর হিসেবে চরম উস্কানি প্রদান করেছে। তিনি দেশপ্রেমিক জনগণকে এদের রুখে দাড়াবার জন্য আহ্বান জানান।
সভাশেষে শােভাযাত্রা: সভাশেষে একটা বিরাট শশাভাযাত্রা শহর প্রদক্ষিণে বের হয়। মিছিলের অগ্রভাগে অন্যান্যের মধ্যে ছিলেন জনাব গাজী গােলাম মােস্তফা, জনাব তােফায়েল আহমদ ও জনাব আবদুর রাজ্জাক। মিছিল আওয়ামী লীগ অফিস থেকে মিন্টু রােড হয়ে রমনা গ্রীন দিয়ে বেলা প্রায় সাড়ে এগারােটার দিকে তােপখানা রােড অতিক্রম করে। মূল শােভাযাত্রা বঙ্গবন্ধু এভিনিউতে এলে বিপুল সংখ্যক পথচারী মিছিলে যােগদান করে এবং মূল মিছিলটি নবাবপুর হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। জিপিও অফিসের সামনে আসতেই মিছিলের একটি অংশ জাতীয় সমাজতান্ত্রিক দলের সাইনবাের্ড দেখে আক্রোশে ফেটে পড়ে এবং মূল শােভাযাত্রা থেকে বিচ্ছিন্ন হয়ে সেখানে ঢুকে পড়ে। তারপরই জাসদের অফিস থেকে আগুনের ধোয়া বের হতে দেখা যায়। দমকল বাহিনীর লােকেরা এসে আগুন নিভিয়ে দেয়।৭০

রেফারেন্স: ১৮ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত