আওয়ামী লীগ ও বুলগেরীয় এগ্রারিয়ান পার্টি সহযােগিতা চুক্তি স্বাক্ষরিত
ঢাকা: বাংলাদেশ সফরে আগত বুলগেরিয়ার এগ্রারিয়ান পার্টির চেয়ারম্যান মি. এল, স্টিফানভ। বৃহস্পতিবার আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে এক বৈঠকে মিলিত হয়ে পারস্পরিক সহযােগিতা বৃদ্ধির প্রসঙ্গ নিয়ে আলােচনা করেন। এই বৈঠকে পার্টির পক্ষে পারস্পরিক তথ্যও বিনিময় করা হয়। বুলগেরিয়ার পার্টির চেয়ারম্যান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে প্রগতিশীল উন্নয়নে আওয়ামী লীগের অবদানের ভূয়সী প্রশংসা করেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মি. ট্রাইকভের নেতৃত্বে বুলগেরিয়ার এগ্রারিয়ান পার্টির অবদানের প্রশংসা করেন। সৌহার্দ্যপূর্ণ এই আলােচনা বৈঠকের পর পরই দুদলের মধ্যে পারস্পরিক সহযােগিতার একটি প্রটোকল স্বাক্ষরিত হয়। আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে এই বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি জনাব এ. এইচ. এম. কামারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জনাব আবদুর রাজ্জাক, প্রচার সম্পাদক জনাব সরদার আমজাদ হােসেন, দফতর সম্পাদক জনাব আনােয়ার চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক জনাব মােস্তফা সারােয়ার এবং কৃষি সম্পাদক জনাব রহমত আলী।৫৬
রেফারেন্স: ১৪ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত