You dont have javascript enabled! Please enable it! 1974.03.16 | কঠোর পরিশ্রমে গ্রামীণ অর্থনীতিতে বিপ্লবী পরিবর্তন আনতে হবে | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

কঠোর পরিশ্রমে গ্রামীণ অর্থনীতিতে বিপ্লবী পরিবর্তন আনতে হবে

কিশােরগঞ্জ: শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম আজ এখানে বলেন যে, কঠোর পরিশ্রমের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে বিপ্লবী পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, সাধারণ মানুষ যাতে খেয়ে পরে উন্নততর জীবনযাপন করতে পারে এবং স্বাধীনতা তাদের কাছে অর্থপূর্ণ হয়ে ওঠে সে ব্যবস্থাই করতে হবে। মন্ত্রী আজ সকালে স্থানীয় স্টেডিয়ামে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তিনি আরও বলেন, যদি আমরা আমাদের মূল্যবান বিদেশি মুদ্রা দিয়ে খাদ্যই কিনি তা হলে দেশের সার্বিক উন্নয়ন মারাত্মকভাবে ব্যাহত হবে। তিনি ৩১ লাখ টন খাদ্যঘাটতি কমিয়ে ১৮ লাখ টনে নামিয়ে আনায় কৃষকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। দ্রব্যমূল্য বৃদ্ধিজনিত জনগণের কষ্টের কথা উল্লেখ করে সৈয়দ নজরুল বলেন, সরকার এ ব্যাপারে যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন। কিন্তু জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া তা সফল করা সম্ভব নয়। মন্ত্রী বিকেলে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সংসদ সদস্যদের সমাবেশেও ভাষণ দিয়েছেন।৬৪

রেফারেন্স: ১৬ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত