You dont have javascript enabled! Please enable it! 1974.03.14 | বঙ্গবন্ধু-ইন্দিরা ব্যাপকভিত্তিক আলােচনা হবে | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধু-ইন্দিরা ব্যাপকভিত্তিক আলােচনা হবে

নয়াদিল্লি: চলতি মাসের শেষ নাগাদ ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি গান্ধীর সাথে বঙ্গবন্ধুর যে আলােচনা হবে তা খুবই ব্যাপকভিত্তিক হবে বলে মনে হচ্ছে। আলােচনার মধ্যে থাকবে দুদেশের পারস্পরিক সম্পর্ক, উপমহাদেশের উন্নয়ন ও আন্তর্জাতিক পরিস্থিতি। সরকারি সূত্রে এ কথা বলা হয়েছে। দুই প্রধানমন্ত্রীর আলােচনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হবে উপমহাদেশের স্থায়ী শান্তির উন্নয়ন সাধন। বাংলাদেশ ও ভারত উভয় দেশই একই আদর্শের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলােচনার ক্ষেত্র প্রস্তুত করার জন্যে অস্থায়ী পররাষ্ট্র সচিব জনাব ফখরুদ্দিন। ভারতীয় পররাষ্ট্র সচিব মি. কেওয়াল সিং-এর সাথে আলােচনা করছেন। আলােচনা গতকাল শুরু হয় এবং আজো তারা দুবার আলােচনায় বসেন। আলােচনা আগামীকাল শেষ হবে।৫৫

রেফারেন্স: ১৪ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত