নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: মনসুর আলী
ঢাকা: যােগাযােগ মন্ত্রী জনাব মনসুর আলী বলেন যে, সরকার রেল দুর্ঘটনার পেছনে জড়িত নাশকতামূলক কার্যকলাপের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার কথা বিবেচনা করেছেন। বাসস’র সাথে এক বিশেষ সাক্ষাৎকারে জনাব মনসুর আলী বলেন, গত মঙ্গলবার কুমিল্লার কাছে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনাটি একটি পরিষ্কার নাশকতামূলক কাজ। মন্ত্রী বিশদ না জানিয়ে বলেন যে, তিনি রেলওয়ে কর্মকর্তাদের সাথে এ ধরনের নাশকতার বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে আলােচনা করেছেন। তিনি বলেন, ৩০ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচল বন্ধ থাকার পর গতকাল সকাল ৮:৫০ এ চট্টগ্রাম থেকে রাজশাহী এক্সপ্রেসটি মেরামত করা ট্র্যাকের উপর দিয়ে গেছে। ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় মন্ত্রীর সাথে প্রতিমন্ত্রী জনাব নুরুল ইসলাম মঞ্জুর, কুমিল্লার ডেপুটি কমিশনার ও পুলিশ সুপার এবং রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও ছিলেন। জনাব মনসুর আলী দুর্ঘটনা কবলিত আহত যাত্রীদের দেখতে হাসপাতালে যান এবং তাদের সুচিকিৎসার জন্য ডাক্তারদের সম্ভাব্য সবকিছু করার নির্দেশ দেন। মন্ত্রী আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্তের কাজ অগ্রগতির পথে। তিনি দেশের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকে পঙ্গু করার উদ্দেশ্যে যারা নাশকতামূলক কাজে লিপ্ত তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং ইতােমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলােকে দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। যােগাযােগ মন্ত্রী গত মঙ্গলবার ট্রেন দুর্ঘটনায় নিহতদের জন্য গভীর দুঃখ প্রকাশ করেন এবং নিহতদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।৫১
রেফারেন্স: ১৩ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত