পরিত্যক্ত সম্পত্তি আত্মসাতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে
ঢাকা: পূর্ত ও গৃহনির্মাণ মন্ত্রী জনাব সােহরাব হােসেন গতকাল রােববার এই মর্মে সতর্কবাণী উচ্চারণ করেছেন যে, যারা পরিত্যক্ত সম্পত্তি ব্যক্তি মালিকানায় নেয়ার চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি এ ব্যাপারে সরকারের মনােভাবের কথা দৃঢ়তার সাথে ব্যক্ত করেন। মন্ত্রী রােববার বিকেলে মগবাজার ক্রীড়া সংস্থা আয়ােজিত বার্ষিক ক্রীড়া প্রতিযােগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। তিনি ঐ অনুষ্ঠানে পুরুস্কারও বিতরণ করেন। মগবাজার শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়ােজিত এই ক্রীড়া অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা নগর আওয়ামী লীগের সভাপতি গাজী গােলাম মােস্তফা। বাংলাদেশ ক্রীড়া সংস্থারও তিনি সভাপতি। সভাপতির ভাষণে জনাব মােস্তফা ক্রীড়াবিদদের শুধু উৎসাহিত করার জন্যই নয়, শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য ক্রীড়া অনুষ্ঠানের প্রয়ােজনীয়তার উপর গুরুত্ব আরােপ করেন। তিনি বলেন যে, শুধু বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানই নয়, এ কারণে বিভিন্ন সময়ে এ ধরনের প্রতিযােগিতা ও অনুষ্ঠান আয়ােজন করার প্রয়ােজন রয়েছে। তিনি এ ব্যাপারে ক্রীড়া অনুরাগীদের এগিয়ে আসার আহ্বান জানান এবং বাংলাদেশ ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে তিনি নিজেও এই জন্যে সাহায্য সহযােগিতা প্রদানের কথা উল্লেখ করেন। এই ক্রীড়া প্রতিযােগিতায় মগবাজার ইউনিয়নের সাতটি শিক্ষা প্রতিষ্ঠান ও ১২টি ক্লাব অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের সংখ্যা হচ্ছে মােট ২৪৮। এরমধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা যথাক্রমে ১৩৮ এবং ১১ জন। এছাড়া আরও ১৯ জন ‘যেমন খুশী সাজো’ প্রতিযােগিতায় অংশ নেন।৩৮
রেফারেন্স: ১০ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত