বাংলাদেশের জাতিসংঘভুক্তি সম্পর্কে ওয়াল্ডহেইম
নিউইয়র্ক: জাতিসংঘের সেক্রেটারি জেনারেল ড. কুর্ট ওয়াল্ডহেইম বৃহস্পতিবার এখানে বলেছেন, নিরাপত্তা পরিষদ থেকে যথাযথ সুপারিশ আসলে বিশ্ব সংস্থায় বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রশ্নে জাতিসংঘ সিদ্ধান্ত নেবে। পশ্চিম আফ্রিকার ১৪টি দেশে সফর শেষে সেক্রেটারি জেনারেল সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। উল্লেখ্য পশ্চিম এশিয়া এবং বিশ্বব্যাপী জ্বালানি সংকটজনিত আন্তর্জাতিক সমস্যা সম্পর্কে আলােচনার জন্যে এপ্রিল মাসে নিরাপত্তা পরিষদের বৈঠক বসবে।৩১
রেফারেন্স: ৮ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত