৫ এপ্রিল দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ত্রিপক্ষীয় বৈঠক
ঢাকা: আগামী ৫ এপ্রিল নয়াদিল্লিতে ত্রিপক্ষীয় পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন শুরু হবে। পররাষ্ট্র দফতরের জনৈক মুখপাত্র বৃহস্পতিবার নিশ্চিত করে এ কথা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন উপমহাদেশে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলােচনায় মিলিত হবে। স্মরণ করা যেতে পারে যে, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সাম্প্রতিক লাহাের সফরকালে দিল্লি চুক্তিতে প্রস্তাবিত ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের ক্ষেত্র প্রস্তুতির জন্য পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি বৈঠকের পরামর্শ দেন। সেই পরামর্শ অনুযায়ী ৩ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। এদিকে কূটনৈতিক মহল ২৮ মার্চ সপ্তাহব্যাপী বঙ্গবন্ধুর ভারত সফরের উপর বিরাট গুরুত্ব আরােপ করছেন। আসন্ন সফর শীর্ষ বৈঠকের পূর্বে বঙ্গবন্ধু ও শ্ৰীমতী গান্ধীর মধ্যে মতবিনিময়ের সুযােগ এনে দিবে বলে ধারণা করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক ত্রিপক্ষীয় বৈঠককে যথেষ্ট প্রভাবিত করবে বলে কূটনৈতিক মহলের বিশ্বাস।২৫
রেফারেন্স: ৭ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত