বাণিজ্য মন্ত্রণালয়ের সভায় পণ্যের মূল্য নিয়ন্ত্রণের সিদ্ধান্ত গৃহীত
ঢাকা: দেশের নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যাদির মূল্য বণ্টন ও মজুতের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য বাণিজ্য দফতরের প্রতি মন্ত্রী মি, আবদুল মােমিন তালুকদারের সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য বিভাগীয় সেক্রেটারি, রাষ্ট্রায়ত্ত শিল্প বিভাগীয় সেক্রেটারি, টি সি বি-এর চেয়ারম্যান ভােগ্যপণ্য সরবরাহের চেয়ারম্যান আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ প্রধান। এক সরকারি হ্যান্ডআউটে এই খবর জানা গেছে। সাত ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই সভায় আলাদা আলাদাভাবে প্রতি দ্রব্যের আমদানি, উৎপাদন, সরবরাহ ও মূল্যের অবস্থা এবং প্রতিটি দ্রব্যের সুষম বণ্টন ব্যবস্থা সম্পর্কে বিশদ আলােচনা ও সিদ্ধান্ত গৃহীত হয় এবং সেই সাথে বিভাগীয় কর্মকর্তাদেরকে গৃহীত সিদ্ধান্তসমূহ কার্যকরী করারও নির্দেশ দেওয়া হয়।৯
রেফারেন্স: ৩ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত