নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করুন: মনসুর আলী
ঢাকা: রবিবার যােগাযােগ মন্ত্রী জনাব মনসুর আলী দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করার কাজে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানান। উল্লেখযােগ্য যে, জনাব মনসুর আলী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্ট টিটোর সফর উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আগত পুলিশ সমাবেশে মন্ত্রী ভাষণ প্রদান করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ বর্বর পাকিস্তান বাহিনীর হামলায় রাজারবাগ পুলিশ লাইনে যে সকল পুলিশ শহীদ হন, মন্ত্রী মহােদয় তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন যে, বঙ্গবন্ধুর স্বপ্নকে নস্যাৎ করার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন যে, বিদেশি শত্রুর প্ররােচনায় দেশের অভ্যন্তরে একদল কুচক্রী আমাদের কষ্টার্জিত স্বাধীনতা বানচাল করার ষড়যন্ত্র করছে। তিনি আশা প্রকাশ করেন যে, পুলিশ বাহিনী এইসব ষড়যন্ত্রকারীর সকল চক্রান্ত ব্যর্থ করতে সক্ষম হবে। পুলিশ লাইনে আগমন করলে মন্ত্রী মহােদয়কে গার্ড অব অনার প্রদান করা হয়।৮
রেফারেন্স: ৩ ফেব্রুয়ারি ১৯৭৪, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত