You dont have javascript enabled! Please enable it! 1974.02.01 | বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে যুগােশ্লাভিয়া যথাসাধ্য চেষ্টা করবে: টিটো | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে যুগােশ্লাভিয়া যথাসাধ্য চেষ্টা করবে: টিটো

ঢাকা: যুগােশ্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো বলেন যে, বাংলাদেশের যুদ্ধবিধস্ত অর্থনীতি পুনর্গঠন প্রচেষ্টায় তার দেশ যথাসাধ্য সাহায্য করবে। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত ভােজসভায় মার্শাল টিটো আরও বলেন যে, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে দুই দেশ আরও সহযােগিতা করতে পারে। প্রেসিডেন্ট টিটো বলেন যে, পারস্পরিক সম্পর্ক ও আন্তর্জাতিক বিরােধ প্রশ্নে এখানে তার সাথে বিস্তারিত আলােচনা হয়েছে এবং সকল বিষয়ে তিনি অভিন্ন মনােভাব লক্ষ্য করেন। তিনি বলেন, জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতির অনুসারি বাংলাদেশ ও যুগােশ্লাভিয়া বিশ্ব শান্তি প্রসারে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। মার্শাল টিটো বলেন, দুই দেশের জনগণই শান্তিকামী কেননা রক্তাক্ত সংগ্রামের মাধ্যমে তারা স্বাধীনতা অর্জন করেছে এবং এই কারণেই অন্য দেশের জনগণের দুঃখ-দুর্দশা তারা গভীরভাবে অনুধাবন করতে পারে। দুইটি দেশের জনগণ তাই স্বাভাবিকভাবেই সমগ্র বিশ্বের জনগণের সুন্দর ভবিষ্যৎ প্রতিষ্ঠায় উন্মুখ। প্রেসিডেন্ট টিটো প্রদত্ত উক্ত ভােজসভায় অন্যান্যদের মধ্যে মন্ত্রিসভার সসদ্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, টিটোর সফর সঙ্গী ও কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।২

রেফারেন্স: ১ ফেব্রুয়ারি ১৯৭৪, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত