পানিসম্পদের উন্নয়নে ৩১০ কোটি টাকা বরাদ্দ
সংসদ ভবন: জাতীয় সংসদে বিদ্যুৎ পানি ও বন্যানিয়ন্ত্রণ মন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ বলেন, পানিসম্পদ যথাযথ ব্যবহারের জন চলতি প্রথম পাঁচশালা পরিকল্পনা আমলে নির্মাণাধীন ২৩ টি প্রকল্পের ১৪ টি প্রকল্পে নির্মাণ কাজ সম্পন্ন এবং ১৪ টি প্রকল্পের উন্নয়নের কাজ শেষ করার জন্য সরকার ৩০৯ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ করেছে। শনিবার বিকেলে জাতীয় সংসদে আওয়ামী লীগ সদস্য অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্মাণাধীন ২৩ টি প্রকল্পের মধ্যে ১৪ টি বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থা উন্নয়নের আওতায় রয়েছে। বাকি প্রকল্পগুলাে নির্মাণাধীন রয়েছে। তিনি বলেন, চলতি পাঁচশালা আমলে আরাে ৩৭ টি প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি নেয়া হচ্ছে। জনাব মােশতাক বলেন, চলতি প্রথম পাঁচশালা আমলে প্রায় ২১ লাখ ৪০ হাজার একর জমি বন্যার করাল গ্রাস থেকে রক্ষা পাবে এবং ২ লাখ নব্বই একর জমি সেচ প্রকল্পনাধীন আনা যাবে। জনাব মজুমদারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি প্রথম পাঁচশালা আমলের ১৯৭৪ থেকে ৭৫ সালে কুমিল্লা ডাকাতিয়া বন্যানিয়ন্ত্রণ প্রকল্প বাস্তবায়নে সরকার ৩ কোটি বৈদেশিক মুদ্রাসহ ৫ কোটি টাকা বরাদ্দ করেছে। তিনি বলেন, প্রথম পর্যায়েই গঙ্গা-কপােতাক্ষ প্রকল্পের মাধ্যমে ১ লাখ ২০ হাজার একর জমিতে সেচের ব্যবস্থা করা হয়েছে। জাতীয় সদস্যের স্বতন্ত্র সদস্য জনাব আবদুল্লাহ সরকারের এক প্রশ্নোত্তরকালে মন্ত্রী বলেন, এক হাজার ২ শত ৪০ খালযােগে ১ হাজার ২ শত ৪০ ব্লকে পানি সরবরাহ করা হয়েছে। ১৯৭২-৭৩ অর্থবছরের মার্চ মাস থেকে নভেম্বর মাস নাগাদ ৬ হাজার ৯ শত ৫৩ একর জমিতে পানি সরবরাহ করা হয়েছে। তিনি বলেন, গঙ্গা কপােতাক্ষ প্রকল্পের মাধ্যমে উল্লেখিত অর্থবছরে ১ হাজার ২শত একর জমিতে পানি সেচের ব্যবস্থা হয়েছে। মন্ত্রী বলেন, ১৯৭৩-৭৪ অর্থবছরের ১৫ হাজার একর জমিতে পানি সেচের জন্য সরকার একটি প্রকল্প হাতে নিয়েছেন।৯৯
রেফারেন্স: ২৬ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত