আবদুল মালেক উকিলের প্রতি বঙ্গবন্ধুর অভিনন্দন
সংসদ ভবন: জাতীয় সংসদে সরকারি দলের নেতা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংসদের নবনির্বাচিত স্পীকার জনাব আবদুল মালেক উকিলকে অভিনন্দন করে বলেন, “আমি আশা করি জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় স্পীকার তার অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংসদীয় গণতন্ত্রের ঐতিহ্য রক্ষা করবেন সংসদে নিরপেক্ষ ভূমিকা পালনে সক্ষম হবে, তিনি সংসদে নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য নবনির্বাচিত স্পীকারকে সর্বাত্মক সাহায্য ও সহযােগিতা দানের আশ্বাস দেন। বঙ্গবন্ধু জাতীয় সংসদে এক সংক্ষিপ্ত ভাষণদানকালে উপরােক্ত মন্তব্য করেন। উল্লেখযােগ্য যে, জনাব আবদুল মালেক উকিল সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে স্পীকার নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নবনির্বাচিত মাননীয় স্পীকারের রাজনৈতিক কর্মজীবনের বিস্তারিত বিবরণ দানকালে আশা প্রকাশ করেন, তার দৃঢ় বিশ্বাস রয়েছে নবনির্বাচিত স্পীকার সংসদীয় গণতন্ত্রের নতুন ঐতিহ্য সৃষ্টি করতে পারবেন। তিনি বলেন, নবনির্বাচিত স্পীকার আওয়ামী লীগের মনােনীত প্রার্থী হিসেবে ১৯৫৪ সালে এবং ১৯৬৫ সালে তদানিন্তন পূর্ব পাকিস্তানের পরিষদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭০ সালে আওয়ামী লীগের মনােনীত প্রার্থী হিসেবে (সাবেক গণপরিষদ) এবং সর্বশেষে ১৯৭৩ সালে এই সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হন। বঙ্গবন্ধু বলেন, জনাব আবদুল মালেক উকিল আওয়ামী লীগের একজন নিবেদিত নেতা ছিলেন এবং সারাজীবনই পাকিস্তানি শাসক গােষ্ঠীর হাতে তিনি নির্যাতন এবং কারাভােগ করেছেন। প্রধানমন্ত্রী সর্বশেষে আশা প্রকাশ করে বলেন, নবনির্বাচিত স্পীকার জনাব আবদুল মালেক উকিল সংসদের মর্যাদা এবং সম্মান রক্ষার্থে সবকিছুই করবেন।১০৫
রেফারেন্স: ২৮ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত