You dont have javascript enabled! Please enable it! 1974.01.23 | সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য প্রকাশ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য প্রকাশ

ঢাকা: জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আবদুল মালেক উকিল বলেন, সীমান্ত এলাকায় চোরাচালানী বন্ধ করার জন্য স্থানীয় প্রশাসন সন্দেহজনক চোরাচালানীদের নামের তালিকা প্রস্তুত করছে। এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাপক ভিত্তিক পদক্ষেপ নেয়া হবে। বুধবার জাতীয় সংসদে আওয়ামী লীগের জাতীয় সংসদ সদস্য জনাব রাশেদ মােশাররফের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য প্রকাশ করেন। মন্ত্রী বলেন, স্বাধীনতার পূর্বে ৩শ ১০টি সীমান্ত ঘাঁটি ছিল। এবং স্বাধীনতা উত্তর এর সংখ্যা বাড়িয়ে ৫শতে উন্নীত করা হয়েছে। তাছাড়া চোরাচালানি দমনে সীমান্তের ৫ মাইল এলাকা ব্যাপী ২টি বাজারসহ বিভিন্ন স্থানে জনসাধারণের সহযােগিতায় গণকমিটি গঠন করা হয়েছে। সীমান্ত এলাকা দিয়ে মালামাল আনানেয়া করা অনেকটা সীমিত করা হয়েছে। মন্ত্রী বলেন, অপর্যাপ্ত সীমান্ত ঘাটি, প্রয়ােজনীয় যােগাযােগ ব্যবস্থার অভাব এবং টেলি-যােগাযােগের সুবিধাবলী না থাকায় ২৭শ মাইল ব্যাপী সীমান্তে সম্পূর্ণ চোরাচালান রােধ সময়সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। সীমান্তে চোরাচালান দমন সম্পর্কে বি ডি আর প্রধান সি আর দত্তের সাম্প্রতিককালে প্রদত্ত বিবৃতির উপর আনীত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রচার মাধ্যমগুলাে বি ডি আর প্রধানের বিবৃতিকে অনেকটা বিকৃত করেছে। তার মূল বিবৃতি হলাে চোরাচালান প্রায় বন্ধ হবার পথে বলে মন্ত্রী উল্লেখ করেন। সংসদে অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত বছর জুলাই মাসে কুমিল্লা ত্রিপুরা সীমান্ত দিয়ে প্রায় ২ হাজার টাকার মালামাল পাচারের অভিযােগে ৪ জন সরকারি কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে তারা বিচারাধীন রয়েছে। আওয়ামী লীগের জাতীয় সংসদ সদস্য জনাব রিয়াজউদ্দিন আহমেদ গত নভেম্বর থেকে কতজন আওয়ামী লীগ কর্মী ও রিলিফ কমিটির চেয়ারম্যান দুষ্কৃতিকারীদের হাতে নিহত হয়েছেন তা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দানে বিরত থাকেন। অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান যে, সম্প্রতি সুন্দরবনে অভিযান চালিয়ে ১শ’ ২৬টি স্বয়ংক্রিয় অস্ত্র ও ১০ হাজার ২০৩ টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।৮৭

রেফারেন্স: ২৩ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত