You dont have javascript enabled! Please enable it! 1974.01.21 | মহিলা সমাজকে অবশ্যই সমান অধিকার দিতে হবে- এ এইচ এম কামারুজ্জামান | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

মহিলা সমাজকে অবশ্যই সমান অধিকার দিতে হবে

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি জনাব এ এইচ এম কামারুজ্জামান সােমবার ঢাকায় বলেন, দেশের মহিলা সমাজকে অবশ্যই সমানাধিকার দিতে হবে। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বৃহত্তর জাতীয় স্বার্থের মহিলা সমাজের ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করতে সম্ভাব্য সকল প্রচেষ্টা চালিয়ে যাবে। জনাব কামারুজ্জামান সােমবার আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত মহিলা আওয়ামী লীগের বার্ষিক সম্মেলনে বক্তৃতা করছিলেন। এতে সভানেত্রীত্ব করেন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম বদরুন্নেসা আহমদ। জনাব কামারুজ্জামান নিজের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসার জন্য মহিলা সমাজের নিকট আহ্বান জানান। মহিলাদের জাতীয় স্বার্থেই নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বলে তিনি মতাে প্রকাশ করেন। বাংলাদে আওয়ামী লীগ প্রধান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সবসময়ই মহিলাদের অধিকারকে সমর্থন করে যাবে। প্রসঙ্গত তিনি বলেন যে, মহিলারা যেহেতু মােট জনসংখ্যার অর্ধেক তাই আওয়ামী লীগ মনে করে মহিলাদের বাদ দিয়ে কখনােই জাতীয় উন্নয়ন সম্ভব নয়।৭৭

রেফারেন্স: ২১ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত