জুলাইতে মুদ্রা সংস্কারের সুপারিশ চূড়ান্ত করা হবে: তাজউদ্দীন আহমদ
ঢাকা: অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ বলেছেন, বিশ জাতি বিশিষ্ট আন্তর্জাতিক অর্থ তহবিল আন্তর্জাতিক মুদ্রা সংস্কারের ব্যাপারে যে সব সুপারিশ করেছে তা চলতি সালের জুলাই মাসে চূড়ান্ত করা হবে। অর্থমন্ত্রী রােমে আন্তর্জাতিক অর্থ তহবিলের ২ দিন ব্যাপী বৈঠক শেষে গতকাল (শনিবার) ঢাকা ফিরে এসে বিমান বন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত মুদ্রা সংস্কারে বিভিন্ন দেশের মুদ্রামানের আনুপাতিক হারই হবে নতুন আন্তর্জাতিক মুদ্রামানের ভিত্তি। বৈঠকের ফলাফল বর্ণনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, কমিটি আন্তর্জাতিক মুদ্রার মান নির্ণয়ের ব্যাপারে একটি বিশেষ মুদ্রার পরিবর্তে বিভিন্ন দেশের মুদ্রার মান যাচাই করার বিষয়টি নীতিগতভাবে গ্রহণ করেছেন। জনাব তাজউদ্দীন আহমদ জানান যে, আগামী ১২ জুন সম্ভবতঃ ওয়াশিংটনে আবার বৈঠক বসবে এবং সেই বৈঠকেই সুপারিশগুলাে চূড়ান্ত করা হবে।৬৯
রেফারেন্স: ১৯ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত