বাংলাদেশ-ভারত আলােচনা শুরু, লােক বিনিময়ের অগ্রগতি পর্যালােচনা
ঢাকা: ভারত-বাংলাদেশ অফিসার পর্যায়ের ৩দিন ব্যাপী বৈঠক বিকেলে ঢাকায় শুরু হয়েছে। আলােচনার শুরুতে দিল্লি চুক্তি মােতাবেক ত্রিমুখী বিনিময়ের অগ্রগতি সম্পর্কে বিস্তারিতভাবে পর্যালােচনা করা হয়। ভারত-বাংলাদেশ মৈত্রি চুক্তি অনুসারে এই আলােচনা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। উক্ত চুক্তিতে দুটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশের মধ্যে উত্তম সহযােগিতা ও সমঝােতার জন্য সময় সময় আলােচনা বৈঠকের ব্যবস্থা রয়েছে। ১৯৭২ সালে ভারত-বাংলাদেশ মৈত্রি চুক্তি স্বাক্ষরের পর এটা নিয়ে তৃতীয় দফা অফিসার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই আলােচনা বৈঠকের ৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশী প্রতিনিধি দলের নেতৃত্ব করেন পররাষ্ট্র সেক্রেটারি জনাব এনায়েত করিম এবং ৮ সদস্য বিশিষ্ট ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব করেন পররাষ্ট্র সচিব মি, কেওয়াল সিং। ভারতীয় প্রতিনিধি দলটি গত মঙ্গলবার ঢাকা পৌছেন। রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত এই আলােচনা ৩ ঘন্টা ধরে চলে। পররাষ্ট্র মন্ত্রী সকাশে ভারতীয় প্রতিনিধি দলটি পররাষ্ট্র মন্ত্রী ড. কামাল হােসেনের সাথে সাক্ষাৎ করেন। ঢাকার কূটনৈতিক মহল সূত্রে বলা হয় যে, বর্তমান আলােচনা বৈঠকে উপমহাদেশের রাজনৈতিক পরিস্থিতি, দিল্লি চুক্তি মােতাবেক এ পর্যায়ের লােক বিনিময়, গঙ্গা নদীর পানি বণ্টন, পারস্পরিক বাণিজ্য ও চোরাচালান সম্পর্কে আলােচনা করা হবে।
ড. কামাল সকাশে ভারতীয় দল: সফররত বাংলাদেশ প্রতিনিধি দল বুধবার পররাষ্ট্র মন্ত্রী ড. কামাল হােসেনের সাথে এক সৈজন্যমূলক বৈঠকে মিলিত হন। প্রতিনিধি দলের নেতৃত্ব করছেন ভারতীয় পররাষ্ট্র সচিব মি. কেওয়াল সিং। বৈঠককালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জনাব এনায়েত করিমও উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গত মঙ্গলবার ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসেন।৩০
রেফারেন্স: ৯ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত