রুশ পুস্তক প্রদর্শনীতে কামারুজ্জামান
ঢাকা: বাণিজ্যমন্ত্রী জনাব এ. এইচ. এম. কামারুজ্জামান বাংলাদেশ-সােভিয়েত বন্ধুত্বকে আরাে ঘনিষ্ঠভাবে গড়ে তােলার স্বার্থে সাহিত্য এবং সাংস্কৃতিক বিনিময়ের উপর গুরুত্ব আরাে করেছেন। তিনি বলেন, দু’দেশের সরকারদ্বয়ের মধ্যে বন্ধুত্বই কেবল বড় কথা নয় বরং উভয় দেশের জনগণের মধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক সৌহার্দ্য আরও বাড়িয়ে তুলতে হবে। বাণিজ্যমন্ত্রী সােমবার বিকেলে কাউন্সিলে আয়ােজিত সােভিয়েত পুস্তক প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশস্থ সােভিয়েত রাষ্ট্রদূত মি, আন্দ্রে ফোমিন এবং স্ট্যান্ডার্ড পাবলিকেশনের মালিক জনাব নিজামী। জনাব কামারুজ্জামান বলেন, স্বাধীনতা কোনােদিন মানুষের কল্যাণ আনতে পারে না যতদিন না দেশের অর্থনৈতিক মুক্তির নিশ্চয়তা আসে।২
রেফারেন্স: ১ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত