স্বাধীনতার শত্রু ও শােষকদের নির্মূলের জন্য সংগ্রামের ডাক
ঢাকা: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরােধী সাম্রাজ্যবাদী চক্র এবং শােষকদের উৎখাতের মাধ্যমে শােষণহীন সমাজ ব্যবস্থা কায়েম ও সােনার বাংলা গড়ার উদ্দেশ্যে জনগণকে নবতর সংগ্রামে ঝাপিয়ে পড়ার জন্যে আওয়ামী লীগ ডাক দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান আওয়ামী লীগের আসন্ন দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশ উপলক্ষ্যে মঙ্গলবার সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, এ দেশের প্রতিটি মানুষের জন্য অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও আশ্রয়ের পূর্ণ নিশ্চয়তা প্রদানের মানসে শােষণহীন সমাজব্যবস্থা কায়েম করে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানােই আওয়ামী লীগের সংগ্রামের মূল উদ্দেশ্য। আর তা বাস্তবায়নে আওয়ামী লীগের ঘােষণাপত্রে উল্লেখিত মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা তথা মুজিববাদ কায়েমের মাধ্যমে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা আওয়ামী লীগের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। জনাব রহমান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনে আমাদের সামনে নিয়ে এসেছে ঐক্যবদ্ধ প্রতিরােধ গড়ে তােলার সংগ্রাম। তিনি বলেন, এ সংগ্রাম দেশি বিদেশি চক্রান্ত নস্যাৎ করে মুজিববাদী বাংলা কায়েমের। এ যুদ্ধ ক্ষুধা, দারিদ্র্য, ব্যাধি, নিরক্ষরতা ও বেকারদের বিরুদ্ধে—এ লড়াই শােষকদের উৎখাতে মানসে বলে জনাব রহমান উল্লেখ করেন। আওয়ামী লীগ সম্পাদক বলেন, রাষ্ট্র ও সমাজ জীবনের এ বিপ্লবী অগ্রগতির ধারাকে ব্যাহত করার জন্য আজ জনগণের দুশমনরা সচেষ্ট হয়েছে। স্বাধীনতা সংগ্রামের পরাজিত শত্রু, সাম্রাজ্যবাদ, চীনের বিভ্রান্ত নেতৃত্ব, পাকিস্তানি উপনিবেশবাদ ও তাদের দেশীয় অনুচররা আজ তৎপর রয়েছে। দেশে স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর তারা হানতে চায় নতুন হামলা। প্রসঙ্গত তিনি বলেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্র, শ্রেণি সংগ্রাম, সামাজিক বিপ্লব, নতুন পতাকা, সশস্ত্র বিপ্লব, বন্ধু দেশের বিরুদ্ধে প্রচারণা ও স্লোগানের আঁড়ালে স্বাধীনতা ও সমাজতন্ত্রের শত্রুরা অগ্রসর হচ্ছে। অপরদিকে কালােবাজারী, মুনাফাখাের, চোরাচালানী, মহাজন, মধ্যস্তভােগী, জাতীয়করণের কর্মসূচি বাস্তবায়নের ফলে ক্ষতিগ্রস্ত পুঁজিপতি, বড় বড় ভূস্বামী ও অসাধু ব্যবসায়ীদের ঘৃণ্য চক্রান্তের ফলে দেশের অর্থনৈতিক অবস্থা মারাত্মক আকার ধারণ করেছে। জনাব জিল্লুর রহমান বলেন, এ অবস্থায় আজ নতুন সংগ্রামে জনগণকে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে নতুন শপথে উজ্জীবত করে এগিয়ে আসতে হবে। সমবেত হতে হবে আওয়ামী লীগের বিপ্লবী ঝান্ডার তলে, এগিয়ে যেতে সকল বাধা অন্যায় আর অসত্যকে পর্যুদস্ত করে বিজয়ের দিকে।২৫
রেফারেন্স: ৮ জানুয়ারি ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত