বাংলাদেশের ৬টি জেলা বন্যা কবলিত
ঢাকা, ১৯ আগস্ট-গতকাল বাংলাদেশের প্রধান নদীসমূহে ক্রমাগত জল বৃদ্ধির ফলে ৮০০০ বর্গ কিলােমিটার এলাকা জলে ডুবে গিয়েছে।পদ্মা, মেঘনা এবং কুসিয়ারা নদীর জল বিপদ সীমার ওপরে উঠেছে। ৩০ লক্ষেরও বেশী লােক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। হাজার হাজার লােককে নিরাপদ জায়গায় চলে যেতে হয়েছে। বাংলাদেশের উত্তরাংশ ঢাকা থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বন্যার ফলে যানবাহন চলাচল বন্ধ আছে। ১৯টি জেলার মধ্যে ৬টি জেলা রাজশাহী,, কুষ্টিয়া, ফরিদপুর, পাবনা, কুমিল্লা এবং ঢাকার কতকাংশ বন্যা কবলিত।
Reference:
২০ আগস্ট ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা