You dont have javascript enabled! Please enable it! 1971.08.14 | সামরিক প্রশাসক ও গভরনরেরও সামরিক আদালতে বিচার? | দৈনিক আনন্দবাজার পত্রিকা - সংগ্রামের নোটবুক

সামরিক প্রশাসক ও গভরনরেরও সামরিক আদালতে বিচার? 

আগরতলা, ১৩ আগস্ট-আওয়ামি লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের এক ঘনিষ্ঠ সহকর্মীর কাছ থেকে জানা গিয়েছে যে, শ্রী মুজিবর রহমানের সম্পর্কে “নরম নীত“ অনুসরণের অভিযােগে পাকিস্তানের সামরিক শাসকগােষ্ঠী পূর্ববঙ্গের ভূতপূর্ব সামরিক শাসক লেঃ জেনারেল ইয়াকুব খান এবং ভূতপুর্ব গবরনর ভাইস অ্যাডমিরাল আহশানের সামরিক আদালতে বিচার করার সিদ্ধান্ত নিয়েছেন। যার কাছ থেকে এই খবর জানা গিয়েছে তিনি এই সপ্তাহে ঢাকা থেকে এসেছেন। তিনি বলেছেন যে, নির্বাচনের আগে এবং পরে শ্রী মুজিবর রহমানকে রাজনীতিক ব্যাপারে সহযােগিতা করার ব্যাপারেও ওই দুজনের বিরুদ্ধে অভিযােগ আনা হবে।

Reference:

১৪ আগস্ট ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা