দৈনিক পয়গাম
২৩শে ফেব্রুয়ারি ১৯৬৯
ছাত্র সমাজের ১১ দফা আমারও দাবী : শেখ মুজিব
আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান গতকল্য (শনিবার) তাঁহার বাসভবনে জমায়েত হর্ষোৎফুল্ল জনতার উদ্দেশে ভাষণদানের এক পর্যায়ে বলেন যে, জনগণের অনুমতি ব্যতিত তিনি রাওয়ালপিণ্ডি গমন করিবেন না। তিনি বলেন যে, তাঁহার মুক্তি ও আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারে সংগ্রামী জনগণেরই জয় হইয়াছে।
শেখ মুজিব ঘোষণা করেন যে, জনগণের দাবী আদায়ের জন্য তিনি তাহার সমস্ত শক্তি নিয়োজিত করিবেন এবং সবসময়ই জনগণের সংগ্রামে কাঁধ মিলাইবেন। আওয়ামী লীগ প্রধান শেখ মুজিব যে কোন মূল্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
তিনি আরও ঘোষণা করেন যে, ছাত্র সমাজের ১১ দফা দাবীসহ পাকিস্তানের উভয় অংশের জনগণের দাবীর প্রতি তাহার পূর্ণ সমর্থন রহিয়াছে।
শেখ মুজিবর রহমান আরও বলেন যে, সংবাদপত্রের স্বাধীনতা অপরিহার্য এবং সংবাদপত্রের উপর আরোপিত সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করিতে হইবে। তিনি অবিলম্বে প্রেস অ্যাণ্ড পাবলিকেশন্স আইনের প্রত্যাহার দাবী করেন।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯