আদমশুমারির সাফল্যের জন্য সকলের সহযােগিতা চাই
স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আবদুল মালেক উকিল বলেন, জাতীয় জীবনে শুমারির গুরুত্ব অপরিসীম। সরকারের একক প্রচেষ্টায় এই বিশাল কার্যক্রম সম্পন্ন করা সম্ভব নয়। তার সাফল্য অনেকাংশে সমাজের সকল শ্রেণির মানুষের সহযােগিতার ওপর নির্ভরশীল। স্বরাষ্ট্রমন্ত্রী সকালে ছাত্র শিক্ষক কেন্দ্রে বাংলাদেশের লােক গণনা, ১৯৭৪ শীর্ষক সেমিনারে উদ্বোধনী ভাষণ দিচ্ছিলেন। বাংলাদেশ ভূগােল পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগােল বিভাগের যৌথ উদ্যোগে সভাপতিত্ব করেন জনাব আবদুল মতিন চৌধুরী। অনুষ্ঠানে ভাষণদান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে, সমাজতান্ত্রিক অর্থনীতি প্রবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার দেশের উন্নয়নমুখী পরিকল্পনা। আর এই পরিকল্পনাকে দেশের উন্নয়নের উপযােগী করে গড়ে তােলার ক্ষেত্রে নির্ভুল তথ্য পরিসংখ্যান আবশ্যক। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে সরকার দেশব্যাপী শুমারির ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। সভাপতির ভাষণে উপাচার্য জনাব আবদুল মতিন চৌধুরী বলেন, বাংলাদেশের এই প্রথম লােক গণনা আমাদের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকবে।৮৫
রেফারেন্স: ৩০ ডিসেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ