কর্মসাধনার মধ্যেই জাতির মুক্তি নিহিত- রাষ্ট্রপতি
খুলনা। রাষ্ট্রপতি বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী বলেন, জাতীয় সমৃদ্ধির সাফল্যের জন্য সুপরিকল্পিত সাফল্যের জন্য সুপরিকল্পিত অর্থনৈতিক অর্জনের কার্যক্রম প্রয়ােজন। এর নীল নকশা আমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রয়েছে। অভাব-জর্জরিত মানুষের জীবনে সুখ-সমৃদ্ধি অর্জন এবং দুঃসহ অনটন থেকে আশু মুক্তি প্রধানত এর সফল বাস্তবায়নের ওপরই নির্ভর করছে। কিন্তু আমাদের সমস্যার জটিলতাও সম্পদের সীমাবদ্ধতার জন্য এর লক্ষ্য অর্জনের ব্যাপারে প্রয়ােজন হবে সারা জাতির পক্ষে এক ক্লান্তিহীন কর্ম উদ্দীপনা। আজ এখানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স-এর ১৮ তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী উপরােক্ত মন্তব্য করেন। স্থানীয় টাউনক্লাবে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, বঙ্গবন্ধু জাতিকে নতুন করে অর্থনৈতিক মুক্তির সংগ্রামের জন্য আহ্বান জানিয়েছেন। আমাদের সকলের ত্যাগ, নিষ্ঠা ও দেশপ্রেমের ওপরই এই সংগ্রামের সাফল্য নির্ভর করছে। ব্যক্তি ও গােষ্ঠীস্বার্থ যেন জাতীয় স্বার্থের মূলে কুঠারাঘাত করতে না পারে এ জন্য সকল প্রকৌশলীকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, এর নেতৃত্বকে প্রকৌশলীদের অনুপ্রাণিত করতে হবে। তিনি বলেন এ ব্যাপারে একটি আদর্শ পেশাগত মিলন কেন্দ্র হিসাবে বিভিন্ন শাখা ও বিভাগীয় প্রকৌশলীদের কার্যক্রমের সমন্বয়সাধন ও পেশাগত দক্ষতা এবং গুণগত উৎকর্ষ সাধনে এই প্রতিষ্ঠানকে ব্রতী হতে হবে। এই প্রসঙ্গে তিনি নবীন প্রকৌশলীদের প্রারম্ভিক বেকারত্বের কথা উল্লেখ করে বলেন, দেশের সামগ্রিক অর্থনীতির বর্তমান বন্ধ্যাত্বের এক গুরুত্বপূর্ণ অংশের প্রতিকার প্রধান প্রকৌশলীদের সুষ্ঠুভাবে কর্তব্য সম্পাদনের মধ্যেই নিহিত রয়েছে। প্রকৌশল ও অন্যান্য ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টিও এর ওপরই নির্ভর করছে। তিনি বলেন, অত্যন্ত আনন্দের কথা যে, প্রকৌশলীরা দেশের জনগণের অন্নবস্ত্র চিকিৎসা বাসস্থানের অভাব ও দারিদ্রক্লিষ্ট জীবন সম্পর্কে সচেতন। রাষ্ট্রপতি চৌধুরী দেশের সীমিত সম্পদের সদ্ব্যবহার করে স্বল্পতম ব্যয়ে উৎকৃষ্টতম পদ্ধতিতে দেশের অর্থনীতির মূল কাঠামাে সেতু, সড়ক, টেলিযােগাযােগ, বিদ্যুৎ ব্যবস্থা, পরিবহন, হাসপাতাল, প্রয়ােজনীয় গৃহ ইমারত গড়ে তােলার জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আমরা সকলেই যদি সকল প্রকার লােভ ত্যাগ করে দেশের কল্যাণ প্রচেষ্টায় নিয়ােজিত হই তাহলে দেশের সমস্যা যতই বিরাট হােক তার সমাধান হবেই। এই প্রসঙ্গে তিনি ৭১ সালের দেশপ্রেম, বীরত্ব, সংহতি ও পারস্পরিক সৌহার্দ্যের কথা উল্লেখ করেন। রাষ্ট্রপতির সাথে পূর্তমন্ত্রী জনাব সােহরাব হােসেনও খুলনায় যান। রাষ্ট্রপতি খুলনা সার্কিট হাউসে পৌছালে স্থানীয় এমপি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাকে বিপুলভাবে সংবর্ধনা জানান। অপরদিকে হাজার হাজার হর্ষোৎফুল্ল জনতা বিপুল করতালির মাধ্যমে রাষ্ট্রপতিকে প্রাণঢালা অভ্যর্থনা জ্ঞাপন করেন। খুলনায় তার সংক্ষিপ্ত সফরের পর রাষ্ট্রপতি ঢাকা ফিরে আসেন।৬০
রেফারেন্স: ২২ ডিসেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ