কর্ণফুলীর তীরে ২০ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয়েছে
চট্টগ্রাম। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বাের্ড ২০ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলীর পূর্ব তীরে শিকলবাহায় ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সম্পন্ন একটি বিদ্যুৎ প্রকল্পের প্রাথমিক কাজ শুরু করেছে। বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রী জনাব কে, এম ওবায়দুর রহমান আজ এখানে বলেছেন, যুগােশ্লাভিয়া যন্ত্রপাতি ও কারিগরি জ্ঞান দিয়ে এ প্রকল্প বাস্তবায়নে সাহায্য করেছেন। তিনি বলেন এই প্রকল্প থেকে চট্টগ্রামের সকল থানা এমনকি পার্শ্ববর্তী জেলাগুলােতেও বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে।
আড়াই কোটি টাকা ব্যয়ে গুদাম নির্মিত হবে : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বাের্ড আড়াই কোটি টাকা ব্যয়ে ফৌজদারহাটে একটি গুদাম নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে। বাের্ড বিদেশ থেকে যে সব জিনিস আমদানি করবে তা সংরক্ষণের জন্য এই গুদাম নির্মাণ করা হবে। বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রী জনাব কে, এম, ওবায়দুর রহমান আজ এখানে সার্কিট হাউসে সাংবাদিকদের জানান যে, উক্ত প্রকল্পের অধীনে একটি উন্মুক্ত প্রাঙ্গণে একটি হ্যাঙ্গার ও কর্মচারীর জন্য কোয়ার্টার নির্মিত হবে। প্রায় ৩৫ একর জমির উপর এ প্রকল্পের কাজ প্রথম পাঁচসালা পরিকল্পনার মধ্যেই সমাপ্ত হবে। প্রতিমন্ত্রী বলেন, বিদেশ থেকে আমদানিকৃত যন্ত্রপাতি চট্টগ্রাম বন্দরে পড়ে আছে এবং এর জন্য লাখ টাকা ডেমারেজ চার্জ দিতে হচ্ছে বলে খবর পাওয়ার পর বিদ্যুৎ উন্নয়ন বাের্ড জরুরি ভিত্তিতে উক্ত প্রকল্প হাতে নিয়েছে। মন্ত্রী মহােদয় ইতােপূর্বে বন্দর জেটি পতেঙ্গার ডিজেল বিদ্যুৎ কেন্দ্র এবং মনসুরাবাদ, আগ্রাবাদ ও ফৌজদারহাটে বিদ্যুৎ দফতরের কাজ পরিদর্শন করেন।৫৭
রেফারেন্স: ২১ ডিসেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ