You dont have javascript enabled! Please enable it! 1973.12.16 | নিরলস কর্মসাধনা আজ সর্বাধিক প্রয়ােজন- জাতির প্রতি রাষ্ট্রপতি | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

নিরলস কর্মসাধনা আজ সর্বাধিক প্রয়ােজন- জাতির প্রতি রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী দেশের সে সকল মানুষের শান্তি-সুখ এবং সমৃদ্ধি অর্জনের উদ্দেশ্যে নিরলস সাধনা করার জন্য জাতির প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী জাতীয় দিবস উপলক্ষে বেতার ও টিভি যােগে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে উপরােক্ত আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে স্বাধীনতা আরম্ভ হয়েছিল। আজ আবার তারই ডাকে দেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে। তিনি আরাে বলেন, দেশ গড়ার এ সংগ্রামে সাফল্যের জন্য সবচেয়ে বড় প্রয়ােজন ন্যায়ের পথে ত্যাগের আদর্শ নিয়ে কঠোর পরিশ্রম করে যাওয়া। রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী বলেন, জনগণের অর্থনৈতিক মুক্তির বিপুল প্রচেষ্টার সাফল্য পুরােপুরি নির্ভর করবে আমাদের ঐকান্তিক নিষ্ঠা, সততা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের ওপর। তিনি আরাে বলেন, সমাজতান্ত্রিক অর্থনীতিতে দুর্নীতি, বিশৃঙ্খলা বা কর্ম অবহেলার স্থান নেই। রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, জাতীয় দিবসের এই শুভলগ্নে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের লক্ষ লক্ষ অমর শহীদের। অশ্রু সজল চোখে পুষ্প-সম্ভারে করি শ্রদ্ধা নিবেদন। স্মরণ করি দেশের অগণিত মানুষের সহায়-সম্বল-সম-স্বজন হারানাের মর্ম বেদনার কথা। কিন্তু শুধু এতে করে তাদের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা নিবেদন সম্পূর্ণ হতে পারে না। তারা যে মহালক্ষ্য অর্জনের জন্য অকাতরে আত্মত্যাগ করেছিল, তাকে বাস্তবে রূপায়িত করেই শুধু আমরা সত্যিকারের শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি। দেশের সকল মানুষের জন্য শান্তি, সুখ-সমৃদ্ধি অর্জনের উদ্দেশ্যে তাই আমাদের করতে হবে নিরলস সাধনা। বঙ্গবন্ধুর আহ্বানে একদিন স্বাধীনতার সংগ্রাম। আরম্ভ হয়েছিল। আজ আবার তারই ডাকে দেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে। দেশ গড়ার সংগ্রামে সাফল্যের জন্য সবচেয়ে বড় প্রয়ােজন ন্যায়ের পথে ত্যাগের আদর্শ নিয়ে কঠোর পরিশ্রম করে যাওয়া। কারণ ন্যায় নীতি বর্জিত ভােগ-বিলাসের প্রতিযােগিতায় সৃষ্টি হয় নানা রকমের অনাচার দুর্নীতি ও সংকীর্ণ গােষ্ঠী ও ব্যক্তিস্বার্থের হানাহানি। জাতীয় স্বার্থ হয় লুণ্ঠিত। আর শ্রমবিমুখতায় হয়। জাতীয় উৎপাদনের সর্বনাশী অধঃগতি। ফলে সারা জাতির জীবনে নেমে আসে অশেষ দুর্দশার বন্যা। তাই আদর্শচ্যুত, লক্ষ্যভ্রষ্ট হবার বিপদ থেকে আমাদের সর্বাত্মক প্রচেষ্টায় নিজেদেরকে রক্ষা করতেই হবে। জয় বাংলা।৪৩

রেফারেন্স: ১৬ ডিসেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ