পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করা প্রয়ােজন
ডাক, তার এবং টেলিযােগাযােগ দফতরের মন্ত্রী শেখ আবদুল আজিজ বলেছেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারি কর্মচারী এবং জনগণকে কঠোর পরিশ্রম করা একান্ত প্রয়ােজন। শেখ আবদুল আজিজ বিকেলে ইসলামী একাডেমি মিলনায়তনে তার সম্মানে আয়ােজিত সংবর্ধনা সভায় ভাষণ দানকালে উপরােক্ত বক্তব্য পেশ করেন। বাংলাদেশ ডাক জীবনবীমা কর্মচারী ফেডারেশন উক্ত সংবর্ধনা সভার আয়ােজন করে। ডাক মন্ত্রী সুস্পষ্ট ভাষায় বলেন, কোনাে জাতিই কঠোর পরিশ্রম, বিশ্বস্ততা এবং সততা ছাড়া উন্নতি লাভ করতে পারেনি। এ প্রসঙ্গে তিনি বলেন, জাপান, জার্মান এবং অন্যান্য পশ্চিমা দেশগুলাে সেসব দেশের জনগণের ঐক্যবদ্ধ ও কঠোর পরিশ্রমের ফলেই এত উন্নতি লাভ করতে সক্ষম হয়েছে। তিনি জাতির সার্বিক উন্নয়নের জন্য জনশক্তিকে পরিকল্পনা ভিত্তিক কাজে লাগানাের ওপর গুরুত্ব আরােপ করেছেন। তিনি বলেন, আমরা এখন স্বাধীনতা এবং মুক্ত জাতি, কোনাে বৈদেশিক দেশ আমাদের নিয়ন্ত্রণ করতে পারবে না। তিনি আরাে বলেন, এমন কোনাে শক্তি আমাদের সম্পদ দেশের বাইরে নিয়ে যেতে পারবে না বা সম্পদ কুক্ষিগত করতে পারবে না। শেখ আজিজ বলেন, বর্তমান সরকার দেশে সমাজতন্ত্র কায়েমের মাধ্যামে শােষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জনগণকে সকলপ্রকার ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে সমাজকল্যাণ কাজ করে যাবার আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি সরকারি কর্মচারী এবং জনগণকে মানসিকতা পরিবর্তনের আহ্বান জানান। তিনি বলেন, মনের বৈপ্লবিক পরিবর্তন ছাড়া জাতির কোনাে ক্ষেত্রেই বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ডাক জীবন বীমা কর্মচারী ফেডারেশনের সভাপতি জনাব তােফাজ্জল হােসেন এবং বক্তৃতা করেন জনাব মাহবুব আলী, আলহাজ আহসান উল্লাহ ও জনাব সদরুজ্জামান।২৩
রেফারেন্স: ৮ ডিসেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ