You dont have javascript enabled! Please enable it! 1973.12.02 | সমাজ বিরােধীদের নির্মূল করার জন্য বঙ্গবন্ধু জনগণকে আহ্বান জানাবেন | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

সমাজ বিরােধীদের নির্মূল করার জন্য বঙ্গবন্ধু জনগণকে আহ্বান জানাবেন

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শীঘ্রই সারাদেশে ব্যাপক গণসংযােগ সফরে বের হবেন বলে হরবিবার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে। দেশব্যাপী সমাজ বিরােধী দুষ্কৃতিকারীদের ব্যাপক তৎপরতা, কালােবাজারী ও চোরাচালানীদের অবাধ রাজত্ব এবং ক্রমবর্ধমান জনস্বার্থবিরােধী কার্যকলাপের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু এই সফরে বের হবেন। উক্ত সূত্রে আরাে জানা যায় যে, আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি বঙ্গবন্ধু তার গণসংযােগ সফরে বের হবেন। এই সময়ে তিনি দেশের সকল গুরুত্বপূর্ণ স্থানসহ প্রায় সব কটি জেলা ও মহকুমা সদরে জনসভায় ভাষণ দেবেন এবং সকল শ্রেণির জনসাধারণের সাথে মিলিত হবেন। সফরকালে বঙ্গবন্ধু গণস্বার্থ বিরােধী সমাজ বিরােধীদের বিরুদ্ধে ব্যাপক গণপ্রতিরােধ গড়ে তােলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাবেন। প্রসঙ্গত উল্লেখযােগ্য যে, বঙ্গবন্ধু গত এক বছরে বার বার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে, প্রয়ােজন হলে তিনি সমাজবিরােধী ও দুষ্কৃতিকারীদের নির্মূলের জন্য পুনরায় জনসাধারণকে আহ্বান জানাবেন। বঙ্গবন্ধুর আসন্ন গণসংযােগ সফর এদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও লক্ষ্যণীয় হবে বলে পর্যবেক্ষক মহল মনে করেন। কেননা দেশের অভ্যন্তরে গত এক বছরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি ঘটেছে। বিভিন্ন স্থানে থানা লুট, নিরীহ জনসাধারণের হয়রানি এবং চরমপন্থী কার্যকলাপ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে বৃদ্ধি পেয়েছে দুর্নীতি এবং সমাজবিরােধী তৎপরতা। কষ্টার্জিত স্বাধীনতার সুফল থেকে জনতাকে বঞ্চিত করার জন্য একটা গােষ্ঠী সারা দেশে তৎপর রয়েছে। তারা দেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি করে বঙ্গবন্ধুর স্বপ্ন সুখী ও সমৃদ্ধিশালী সােনার বাংলা গড়ে তােলার পক্ষে অন্তরায় সৃষ্টি করছে। এ দিকে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ মহল সূত্রে আরাে জানা গেছে যে, আসন্ন গণসংযােগ সফরের প্রস্তুতি পর্ব প্রায় চূড়ান্ত হয়ে এসেছে। বঙ্গবন্ধুর সচিবালয় সফরের কর্মসূচি তৈরির ব্যাপারে ব্যস্ত রয়েছেন। উক্ত সূত্রে আরাে জানা যায়, সফরকালে বঙ্গবন্ধু কোনাে বিমান অথবা হেলিকপ্টার ব্যবহার করবেন না। সাধারণ গাড়ি, ঘােড়া, লঞ্চ এবং প্রয়ােজনে পায়ে হেঁটে তিনি জনতার সাথে মিলিত হবেন এবং দেশবাসীর প্রকৃত অবস্থা জানার চেষ্টা করবেন।৪

রেফারেন্স: ২ ডিসেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ