You dont have javascript enabled! Please enable it! 1973.11.06 | অক্টোবর বিপ্লব মানব ইতিহাসে নব দিগন্তের সূচনা করেছে- সৈয়দ নজরুল ইসলাম | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

অক্টোবর বিপ্লব মানব ইতিহাসে নব দিগন্তের সূচনা করেছে- সৈয়দ নজরুল ইসলাম

শিল্পমন্ত্রী জনাব সৈয়দ নজরুল ইসলাম বলেন, মহান অক্টোবর বিপ্লবের আদর্শ অনুসরণ করে বলেই সােভিয়েত ইউনিয়ন বিশ্বের শান্তি ও স্বাধীনতাকামী জনগণকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যায়। তিনি বলেন, অক্টোবর বিপ্লব বিশ্বের মানব ইতিহাসের নয়াদিগন্তের সূচনা করেছে। শিল্পমন্ত্রী জনাব সৈয়দ নজরুল ইসলাম মহান অক্টোবর বিপ্লবের ৫৬তম বার্ষিকী উপলক্ষে গতকাল বাংলাদেশ সােভিয়েত মৈত্রী সমিতি ও বাংলাদেশস্থ সােভিয়েত দূতাবাসের যৌথ উদ্যোগে আয়ােজিত এক সেমিনারে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। তিনি মুক্তিযুদ্ধকালীন মহান সােভিয়েতের অব্যাহত সমর্থন দানের কথা স্মরণ করে বলেন, স্বাধীনতা যুদ্ধকালে সােভিয়েত ইউনিয়ন আমাদের সমর্থন না দিলে স্বাধীনতা যুদ্ধ সাম্রাজ্যবাদী দলের হাতে চলে যেত। দুনিয়ার কোথাও যখন বাঙালিদের দুকথা বলার সুযােগ ছিল না সেদিন সােভিয়েত ইউনিয়ন আমাদের বিশ্ব সমাজে কথা বলার সুযােগ দিয়েছিল বলে মন্ত্রী উল্লেখ করেন। শুধু বাংলাদেশের জনগণকে সমর্থন দান নয় বিশ্বের মুক্তিকামী জনগণ ও যুদ্ধরত আরব দেশকে সমর্থন দান করে সােভিয়েত ইউনিয়ন অক্টোবর বিপ্লবের আদর্শকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করেছেন। উক্ত সেমিনারে সভানেত্রীত্ব করেন বাংলাদেশ সােভিয়েত মৈত্রী সমিতির সভানেত্রী বেগম সুফিয়া কামাল, বক্তৃতা করেন সােভিয়েত রাষ্ট্রদূত মি. আদ্রে ফোমিন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রধান শ্রী মণি সিং, আওয়ামী লীগের সহ সভাপতি জনাব কোরবান আলী এমপি, ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক শ্রী পঙ্কজ ভট্টাচার্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমেদ এমপি।
তােফায়েল আহমেদ : প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমেদ বলেন, মুক্তি আন্দোলনের জন্য আমরা মহান সােভিয়েত ইউনিয়নের পথ অনুসরণ করেছিলাম। নীতি ও আদর্শে মিল রয়েছে বলে সােভিয়েত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে। আগামী দিনে এই বন্ধুত্ব আরাে দৃঢ় হবে বলে তিনি উল্লেখ করেন। সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সমাজতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠা না করতে পারলে শহীদদের আত্মত্যাগ স্লান হয়ে যাবে। ম্লান হয়ে যাবে মহান অক্টোবর বিপ্লবের প্রেরণা।১৬

রেফারেন্স: ৬ নভেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ