জাতীয় স্বার্থে লােক গণনার ফল সুদূরপ্রসারী – রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী বলেছেন, জাতীয় উন্নতি ও প্রগতির স্বার্থে লােক গণনা কার্যক্রমের ফলাফল অত্যন্ত সুদূরপ্রসারী। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত করার জন্য দক্ষ জনশক্তির সঠিক পরিসংখ্যানের প্রয়ােজন রয়েছে। লােক গণনা কার্যক্রম এ ব্যাপারে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তিনি উল্লেখ করেন। রাষ্ট্রপতি বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে গৃহগণনা কর্মসূচির উদ্বোধনী ভাষণে একথা বলেন। সারাদেশব্যাপী লােকগণনা কর্মসূচির অংশ হিসেবেই রাষ্ট্রপতি জনাব আবু সাঈদ চৌধুরী গৃহগণনা কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আবদুল মালেক উকিল ছাড়াও বাংলাদেশের সেন্সস কমিশনার জনাব বাহাউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন যে, প্রায় ১শত বছর আগে এই উপমহাদেশে লােক গণনা কর্মসূচি চালু করা হয়। তিনি বলেন, সুষ্ঠু ও বিজ্ঞানভিত্তিক কর্মসূচির অভাবে তা আজো ফলপ্রসূ হয়ে উঠতে পারে নি। তিনি প্রসঙ্গত, বাংলাদেশে লােক গণনা কর্মসূচিকে সফল করে তােলার জন্য জনগণের প্রতি সর্বাত্মক সহযােগিতার আহ্বান জানান। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আবদুল মালেক উকিল সংক্ষিপ্ত ভাষণ প্রদান করেন। স্বরাষ্ট্রমন্ত্রী লােক গণনা কর্মসূচিকে উদ্বোধনের দিনটিকে জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে আখ্যাদান করেন এবং এ কাজে সহযােগিতার মনােভাব নিয়ে এগিয়ে আসার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।১
রেফারেন্স: ১ নভেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ