You dont have javascript enabled! Please enable it! 1973.10.14 | শান্তিকামী মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে- সৈয়দ নজরুল ইসলাম | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

শান্তিকামী মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে- সৈয়দ নজরুল ইসলাম

শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম সাম্রাজ্যবাদী শক্তিকে ধ্বংস করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে বিশ্বের সকল শান্তিকামী ও প্রগতিশীল মানুষের প্রতি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তােলার আহ্বান জানিয়েছেন। চিলিতে সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে বাংলাদেশ শান্তি পরিষদের উদ্যোগে গতকাল কারিগরি মিলনায়তনে আয়ােজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, চিলিতে সামরিক অভ্যুত্থান, মধ্যপ্রাচ্যে ইসরাইলী হামলা বিচ্ছিন্ন কোনাে ঘটনা নয়, বিশ্বের সকল শান্তিকামী ও প্রগতিবাদী মানুষের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী শক্তির ষড়যন্ত্র মাত্র। উক্ত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব কোরবান আলী। বক্তৃতা করেন কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ আজাদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রধান কমরেড মণি সিং, মাে ন্যাপের সাধারণ সম্পাদক শ্রী পঙ্কজ ভট্টাচার্য ও বাংলাদেশ শান্তি পরিষদের সাধারণ সম্পাদক আলী আকসাদ। অনুষ্ঠানে ভাষণদান প্রসঙ্গে শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম বলেন যে, সাম্রাজ্যবাদী শক্তি বিশ্বের বিভিন্ন দেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার সুগভীর চক্রান্ত করে আসছে। চিলিতে ড. আলেন্দের হত্যা তারই প্রমাণ। তিনি বলেন, ড. আলেন্দে তামাক শিল্প জাতীয়করণে সমাজতন্ত্রের লক্ষ্য বাস্তবায়িত করেছিলেন। কিন্তু সাম্রাজ্যবাদী শক্তি তার বিরুদ্ধে অর্থনৈতিক প্রতিরােধ গড়ে তুলেছে। অবশেষে তাকে নির্মমভাবে হত্যার চক্রান্ত করেছে। শিল্পমন্ত্রী বলেন, আবর দেশসমূহে ইসরাইলী হামলা সাম্রাজ্যবাদীরই আর একটা চক্রান্ত। তিনি বলেন যে, ৬৭ সালে জাতিসংঘ চুক্তির প্রতি ইসরাইলের অবমাননা জাতিসংঘের অস্তিত্বের প্রতি মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। সাম্রাজ্যবাদী শক্তির চক্রান্ত সম্পর্কে বিদ্বেষ ও ঘৃণার সৃষ্টি করার জন্য বাংলাদেশসহ বিশ্বের বুদ্ধিজীবী সমাজের প্রতি তিনি আহ্বান জানান। কৃষিমন্ত্রী আবদুস সামাদ আজাদ জাতিসংঘ ও বিশ্বের শান্তিকামী মানুষের প্রতি আরব ভাইদের পাশে দাঁড়ানাের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সাম্রাজ্যবাদী শক্তি দীর্ঘ গত ৫ হাজার বছর যাবৎ শান্তিকামী ও মুক্তিকামী মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। কিন্তু বিশ্বের সংগ্রামী মানুষ তাদের কাছে মাথা নত করে নি। চিলির সামরিক অভ্যুত্থান ও আলেন্দের হত্যার তীব্র নিন্দা করে তিনি বলেন যে, আলেন্দে অমর। যুগ যুগ ধরে আলেন্দে বেঁচে থাকবে শােষিত মানুষের মাঝে। জনাব আবদুস সামাদ বাংলাদেশের সাম্রাজ্যবাদী শক্তির অনুচরদের সম্পর্কে সচেতন থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। চিলির ঘটনা প্রবাহ থেকে শিক্ষা নেয়ার জন্য তিনি সরকার ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রধান কমরেড মণি সিং বলেন, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রগতির সংগ্রামে ও শান্তিকামী মানুষের জয় অবশ্যম্ভাবী। তিনি বলেন, সাম্রাজ্যবাদী শক্তি শেষ না হওয়া পর্যন্ত শােষিত মানুষের সংগ্রামের অবসান নেই। মাে.-ন্যাপের সাধারণ সম্পাদক শ্রী পঙ্কজ ভট্টাচার্য বাংলাদেশে সাম্রাজ্যবাদী শক্তির চক্রান্ত সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন বাংলাদেশ, ভিয়েতনাম, চিলি ও মধ্যপ্রাচ্যের ঘটনা প্রবাহ বিচ্ছিন্ন নয়। সব ঘটনারই নায়ক এক মার্কিন সাম্রাজ্যবাদ। বাংলাদেশ শান্তি পরিষদের সাধারণ সম্পাদক আলী আকসাদ বলেন, মধ্যপ্রাচ্যে আরবদের আন্দোলন ধর্মীয় নয়। এটা জাতীয়তাবাদী আন্দোলন। তিনি বলেন, জাতি ধর্ম নির্বিশেষে পৃথিবীর সবারই আরবদের সাহায্য করা উচিত। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন সংবাদ সংস্থা মিথ্যা সংবাদ দিয়ে বিশ্ব জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সভায় বিশিষ্ট সাহিত্যিক ড. আলাউদ্দিন আল আজাদ বাংলাদেশের সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী ও শিক্ষকদের পক্ষ থেকে চিলির শােষিত মানুষ ও মধ্যপ্রাচ্যের আরব ভাইদের প্রতি একাত্মতা প্রকাশ করেন।৪৫

রেফারেন্স: ১৪ অক্টোবর ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ