You dont have javascript enabled! Please enable it! 1973.10.05 | সাটুরিয়ায় থানা ব্যাংক এবং খাদ্য গুদাম লুট | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

সাটুরিয়ায় থানা ব্যাংক এবং খাদ্য গুদাম লুট

বৃহস্পতিবার বিকালে সশস্ত্র দুষ্কৃতিকারী মানিকগঞ্জ মহকুমার সাটুরিয়া থানা জনতা ব্যাংকের একটি শাখা ও একটি সরকারি খাদ্য গুদামে একের পর এক হামলা চালিয়েছে। পুলিশের আইজি বিপিআইকে জানান যে, বিকাল ৪টায় প্রায় ৫০/৬০ জন সশস্ত্র দুষ্কৃতিকারী মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে সাটুরিয়া থানা আক্রমণ করে থানার অস্ত্রাগারটি লুট করে নেয়। পুলিশের সংখ্যা দুষ্কৃতিকারীদের তুলনায় কম ছিল। তিনি আরও বলেন, দুষ্কৃতিকারীরা ২টি স্টেনগান, ৪টি এসএলআর, ২৯টি ৩০৩ রাইফেল ও প্রায় ১ হাজার রাউন্ড গােলাবারুদ নিয়ে পালিয়েছে। আইজি বলেন, পুলিশের সাথে দুষ্কৃতিকারীদের আধ ঘণ্টাব্যাপী গুলি বিনিময়ের ফলে ৩ জন পুলিশ ও ১ জন স্থানীয় ব্যক্তি মারাত্মকভাবে বুলেট বিদ্ধ হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ঢাকায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তিনি আরও জানান দুষ্কৃতিকারীদের এই হামলার সময় থানায় ১৭ জন পুলিশের মধ্যে মাত্র ৩ জন উপস্থিত ছিলেন। তিনি বলেন, দুষ্কৃতিকারীরা এর পর সাটুরিয়া শাখা জনতা ব্যাংকে হামলা চালায় এবং সেখান থেকে নগদ ৬শ টাকা নিতে সমর্থ হয়। নগদ অর্থ থানায় সংরক্ষিত থাকত। থানা আক্রমণের সময় দুষ্কৃতিকারীরা ওই ক্যাশ ব্যাংটিকেও ভাঙ্গতে চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। সবশেষে দুষ্কৃতিকারীরা সাটুরিয়ার সরকারি খাদ্য গুদামে হামলা চালিয়ে গুদামের প্রধান গেটের তালা খুলে ঢুকে পড়ে প্রায় ১৫শ মণ গম লুট করে নেয়। আইজি বলেন, পুলিশের শক্তি বাড়ানাে হয়েছে এবং আশেপাশের গ্রাম থেকে ৫শ মণ গম উদ্ধার করা হয়েছে। ঢাকার ডিসি এবং এসপি ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন। লুটের মাল উদ্ধার ও দুষ্কৃতিকারীদের খুঁজে বের করার জন্যে ব্যাপক পুলিশি তদন্ত চলছে। ঐ এলাকার পরিস্থিতি এখন শান্ত বলে বলা হয়েছে।১৫

রেফারেন্স: ৫ অক্টোবর ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ