দুর্বৃত্ত দমনে কঠোর ব্যবস্থা নেয়া হবে- সৈয়দ নজরুল ইসলাম
জাতীয় সংসদের শরকালীন অধিবেশন বুধবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘােষিত করা হয়েছে। সমাপ্তি ঘােষণার পূর্বে ধন্যবাদ জ্ঞাপক ভাষণে জাতীয় সংসদে গতকাল বুধবার আওয়ামী লীগের সংসদীয় দলের ডেপুটি নেতা সৈয়দ নজরুল ইসলাম সংবিধানের সংশােধনীর মাধমে জরুরি অবস্থা ঘােষণার ব্যবস্থা সম্পর্কে সুস্পষ্টভাবে ঘােষণা করেছেন যে, নিয়মতান্ত্রিক বিরােধী দলগুলাের আশঙ্কার কোনাে কারণ নেই। কোনাে অভিসন্ধি নিয়ে সরকার এর সংশােধন করেননি। সংবিধানে একটা শূন্যতা ছিল তাই পূরণ করা হয়েছে। তিনি আরাে বলেন, সরকার আসবে যাবে কিন্তু স্বাধীনতা চিরঅক্ষয় চিরঅব্যয়। সরকারের দায়িত্ব রয়েছে বহিঃআক্রমণ প্রতিহত করার। অভ্যন্তরীণ গােলযােগে সার্বভৌমত্ব বিপন্ন হবার সময় ব্যবস্থা গ্রহণ করার। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রে সরকারের গঠনমূলক সমালােচনা করার অধিকার বিরােধী দলের রয়েছে। তা না হলে সাফল্য আসে না। আওয়ামী লীগ সরকার দেশের সংসদীয় দলের মতামতকে শ্রদ্ধা করে, তবে অনিয়মতান্ত্রিক কোনাে কাজ করার কোনাে অধিকার কারাে নেই। তিনি বলেন, কেউ অস্ত্রের হুমকি দিলে সরকার বসে থাকতে পারে না। অস্ত্রের ঝনঝনানি যদি মানুষের জীবন ও নিরাপত্তা বিপন্ন করে সরকারকে তা দমনে কঠোর ব্যবস্থা নিতেই হবে।
দুবৃত্ত দমনে কঠোর ব্যবস্থা : তিনি বলেন, এটা স্বীকার করতেই হবে যে, দেশের অভ্যন্তরে কিছু কিছু দুবৃত্ত মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। তিনি আশ্বাস দিয়ে ঘােষণা করেন যে, সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবেই। এসব দুবৃত্ত যে দলের, যে এলাকারই হােক না কেন সমাজ বিরােধীদের উৎখাত করতে ও দেশের অগ্রগতির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।৮৯
রেফারেন্স: ২৬ সেপ্টেম্বর ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ