সুদান ও নাইজার স্বীকৃতি দিয়েছে
বাংলাদেশ সােমবার ১০৮টি দেশের স্বীকৃতি ধন্য হয়েছেন। স্বীকৃতি দিয়েছে মধ্যপ্রাচ্যের আরব দেশ সুদান এবং পশ্চিম আফ্রিকার নাইজার প্রজাতন্ত্র। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী আরব দেশ সুদানের বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দানের ঘােষণা জাতীয় সংসদে প্রকাশ করা হয়। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন সদস্যদের তুমুল করতালির মধ্যে এ ঘােষণা প্রকাশ করেন। নাইজারের স্বীকৃতি দানের খবর বেতার সূত্রে জানা গেছে। বিগত ১৫ আগস্ট মিশর ও সিরিয়া বাংলাদেশের প্রতি আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করেন। এর আগে বাংলাদেশের বাস্তবতা স্বীকার করে নিয়েছিল আরব দেশ ইরাক, দক্ষিণ ইয়েমেন, লেবানন, আলজেরিয়া। এই হিসেবে বাংলাদেশকে এ পর্যন্ত সাতটি আরব দেশ স্বীকৃতি প্রদান করল। ৯ লাখ ৬৭ হাজার ৫ শত বর্গমাইল বিশিষ্ট সুদানের জনসংখ্যা হবে ১ কোটি ৭০ লাখের মতাে। সুদানের সীমান্তবর্তী দেশ হচ্ছে মিশর, ইথােপিয়া, উগান্ডা, কেনিয়া, জায়ারে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, চাদ এবং লিবিয়া। সুদানের বর্তমান রাষ্ট্র প্রধান হচ্ছেন জেনারেল জাফর আল নিমেরি। নাইজার প্রজাতন্ত্র সাবেক ফরাসীর কলােনী ছিল। ৪ লাখ ৮৯ হাজার ১শ ৮৯ বর্গমাইল আয়তন বিশিষ্ট পশ্চিম আফ্রিকান নাইজার প্রজাতন্ত্রের জনসংখ্যা। মাত্র ৪৫ লাখ। নাইজারের পার্শ্ববর্তী দেশগুলাে হচ্ছে লিবিয়া, আলজেরিয়া, চাঁদ, দাহােসী, নাইজেরিয়া, মালী। নাইজার ১৯৬০ সালে ৩ আগস্ট পূর্ণ স্বাধীনতা এবং ২০ সেপ্টেম্বর জাতিসংঘ সদস্যপদ লাভ করেন।৮৩
রেফারেন্স: ২৪ সেপ্টেম্বর ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ