You dont have javascript enabled! Please enable it! 1973.09.18 | দিল্লি চুক্তি অনুসারে আজ থেকে ঢাকা-পিন্ডি লােক বিনিময় শুরু | দৈনিক পূর্বদেশ - সংগ্রামের নোটবুক

দিল্লি চুক্তি অনুসারে আজ থেকে ঢাকা-পিন্ডি লােক বিনিময় শুরু

দিল্লিতে স্বাক্ষরিত ভারত-পাকিস্তান চুক্তি অনুযায়ী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক ও বেসামরিক লােক বিনিময়ের জন্য প্রাথমিক ব্যবস্থা গ্রহণ সম্পন্ন হয়েছে। আজ বুধবার থেকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির তত্ত্বাবধানে বিমানযােগে পাকিস্তান থেকে আটক বাঙালিরা ঢাকায় আসতে শুরু করবেন। জানা গেছে যে, আফগান বিমানের ৩টি ফ্লাইটে দৈনিক বাঙালিদের বহন করে আনার ব্যবস্থা হয়েছে। প্রতি ফ্লাইটে ১শ ৩০ জন করে ৩টি করে ফ্লাইটে ৩শ ৯০ জন করে আসবে। প্রাথমিক পর্যায়ে বিমানে ২৬শ বাঙালি ফিরে আসবে। একইভাবে ঢাকা থেকে সমপরিমাণ অবাঙালিকে পাকিস্তানে নিয়ে যাওয়া হবে। আরাে জানা গেছে যে, বিমানে লােক বিনিময় দ্রুততর করার জন্য আইসিআরসি ও জাতিসংঘ ত্রাণ সংস্থা সােভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট আরাে বিমানের জন্য আহ্বান জানিয়েছেন। ঢাকা পৌঁছার পর বাঙালি প্রত্যাগতদের মিরপুরের ৭ নম্বর সেকশনে নুরানী একাডেমিতে স্থাপিত অভ্যর্থনা কেন্দ্রে ৩ দিন থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যাগতদের মাথাপিছু খাবারের জন্য প্রতিদিন ৫ টাকা ও বাড়িতে ফিরে যাবার জন্য ৩০ টাকা করে প্রদান করা হবে। প্রতি পরিবার পিছু এ ছাড়া ১শত টাকা করে সাহায্য দেয়া হবে। একইভাবে তেজগাঁও বিমানবন্দরে পাকিস্তান যাত্রী অবাঙালিদের জন্য একটি শিবির স্থাপন করা হয়েছে। দুটি শিবিরে অস্থায়ী খাবার দোকান খােলারও ব্যবস্থা করা হয়েছে।৬৩

রেফারেন্স: ১৮ সেপ্টেম্বর ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ