আওয়ামী লীগের জরুরি সভায় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলােচনা
মঙ্গলবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর এক জরুরি সভা দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দলের প্রথম সহ সভাপতি জনাব কোরবান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা পাঁচ ঘণ্টা স্থায়ী হয়। সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত বক্তব্য সন্ধ্যায় গণবভনে বঙ্গবন্ধুকে জানানাে হহয়। বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সদস্যরা সন্ধ্যায় বঙ্গবন্ধুর সঙ্গে এক সভায় মিলিত হন। বৈঠক শেষে সম্পাদকমন্ডলীর সদস্যরা উপস্থিত সাংবাদিকদের জানান যে, সাংগঠনিক বিষয়ে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলােচনা হয়েছে। বঙ্গবন্ধুর সঙ্গে এ বৈঠকে যারা উপস্থিত ছিলেন তারা হলেন আওয়ামী লীগের প্রথম সহসভাপতি জনাব কোরবান আলী, সাংগঠনিক সম্পাদক জনাব আবদুর রাজ্জাক, সমাজ কল্যাণ সম্পাদক জনাব মুস্তফা সারােয়ার, দফতর সম্পাদক জনাব আনােয়ার চৌধুরী, কৃষি সম্পাদক জনাব আবদুর রউফ, মহিলা সম্পাদিকা বেগম সাজেদা চৌধুরী ও আওয়ামী লীগের গবেষণা সেলের প্রধান জনাব আবদুস সাত্তার।৪১
রেফারেন্স: ১১ সেপ্টেম্বর ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ