বাংলাদেশের জাতিসংঘভুক্তি প্রশ্নে সমর্থন
আলজিয়ার্স। জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তিকে সম্ভাব্য সমস্ত উপায়ে সমর্থন করার জন্যে জোট বহির্ভুত রাষ্ট্রগুলাের প্রতি আহ্বান জানিয়ে চতুর্থ জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে একটি প্রস্তাব গৃহীত হবে বলে আভাস পাওয়া গেছে। প্রকাশ, সম্মেলন কক্ষের বাইরে জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তি সংক্রান্ত প্রস্তাবের ব্যাপারে আলাপ আলােচনায় সংশ্লিষ্ট দেশগুলাের কাছ থেকে অনুকূল সাড়া পাওয়া গেছে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে আলজেরীয় রাজধানীতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতি এবং এশিয়া আফ্রিকা ইউরােপ ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে আগত নেতৃবৃন্দের সাথে তার আলাপ আলােচনার প্রশ্নে একটি সুস্থ সমাজতান্ত্রিক পরিবেশের সৃষ্টি করেছেন।২৯
রেফারেন্স: ৮ সেপ্টেম্বর ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ