সমাজতন্ত্রের ভুল ব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে- তাজউদ্দীন আহমদ
জয়দেবপুর। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ দেশের শ্রমিক ও নির্যাতিত মানুষের কল্যাণে শােষণহীন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েমের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন। জনাব তাজউদ্দীন আহমদ সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ভাওয়াল জেলা শাখার কাউন্সিল সম্মেলন উদ্বোধন করেছেন। সম্মেলনের উদ্বোধনী ভাষণে জনাব তাজউদ্দীন আহমদ ছাত্র ও আগামী দিনের নাগরিকদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, স্বার্থহীন শ্রমের মাধ্যমে দেশে সমাজতন্ত্র। প্রতিষ্ঠা সম্ভব। জনাব তাজউদ্দীন আহমদ আরাে বলেন যে, সমাজতন্ত্র কোনাে যান্ত্রিক পদ্ধতিতে প্রতিষ্ঠা করা যায় না। একে প্রতিষ্ঠিত করতে হলে জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও শ্রমের প্রয়ােজন। সমাজতন্ত্রের ভুল ব্যাখ্যা প্রদান করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলবে বলেও তিনি জনগণকে হুঁশিয়ার করে দেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বলতে যেয়ে অর্থমন্ত্রী বলেন, জামায়েতে ইসলাম ও মুসলিম লীগাররা জাতীয় ঐক্যে ফাটল ধরানাের জন্য সক্রিয় হয়ে উঠেছে। এরা চরমপন্থীদের মাঝে লুকিয়ে থেকে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা যদি এদের ওপর কড়া নজর না রাখি তবে যে কোনাে সময়ে এরা আমাদের দেশ ও জাতির ওপর আঘাত হানতে পারে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সকল ক্ষেত্রে ত্যাগ তিতিক্ষা উদ্যমের সঙ্গে কাজ করে যেতে তিনি আওয়ামী লীগ কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি তার বক্তৃতায় আওয়ামী লীগের বীরত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। দেশের বর্তমান সমস্যা সম্পর্কে আলােকপাত করতে যেয়ে অর্থমন্ত্রী বলেন, অবস্থার পরিপ্রেক্ষিতে এসব সমস্যার সৃষ্টি হয়েছে এবং তা দূর করে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য প্রয়ােজনীয় প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জনাব তাজউদ্দীন তার ভাষণে জানান।৯১
রেফারেন্স: ৩০ আগস্ট ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ