You dont have javascript enabled! Please enable it! 1973.08.26 | সরকার খাদ্যে শীঘ্রই স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য চেষ্টা চালাচ্ছে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

সরকার খাদ্যে শীঘ্রই স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য চেষ্টা চালাচ্ছে

কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ আজাদ বলেন, অল্প সময়ের মধ্যে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য সরকার পরিকল্পিতভাবে অগ্রসর হচ্ছেন। জনাব সামাদ বাংলাদেশ কৃষিবিদ সমিতি কর্তৃক তার সম্মানে আয়ােজিত সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণদানকালে উপরােক্ত কথা বলেন। জাপান এবং ফিলিপাইনে জনাব আবদুস সামাদ আজাদ সফল সফর করে স্বদেশ প্রত্যাবর্তন করায় তার সম্মানার্থে এ সংবর্ধনা সভার আয়ােজন করা হয়। জনাব সামাদ তার সফর অভিজ্ঞতা বর্ণনাকালে বলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের কর্মসূচি সাফল্যমন্ডিত করার কাজে জাপানের কারিগরি এবং বৈজ্ঞানিক জ্ঞান আমাদের কৃষিক্ষেত্রের কাজে লাগানাে যেতে পারে। তিনি বলেন, ফিলিপাইনে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউটকে গবেষণার ক্ষেত্রে সহযােগিতা দান করবে। তিনি আরাে বলেন যে, এর ফলে দুদেশই উপকৃত হবে। জনাব সামাদ দেশের সবুজ বিপ্লব সংগঠিত করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন।৭৮

রেফারেন্স: ২৬ আগস্ট ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ