You dont have javascript enabled! Please enable it! 1973.08.10 | আরাে তিন লাখ টন খাদ্যশস্য পাওয়া যাবে- তাজউদ্দীন আহমদ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

আরাে তিন লাখ টন খাদ্যশস্য পাওয়া যাবে- তাজউদ্দীন আহমদ

অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের বর্তমান খাদ্য ঘাটতি পূরণের জন্য অতিরিক্ত তিন লাখ টন খাদ্যশস্য পাওয়া যাবে। অর্থমন্ত্রী বিকালে ওয়াশিংটনে বিশ সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অর্থ তহবিলের বৈঠকে যােগদান করে স্বদেশ প্রত্যাবর্তন করেন। বিমান বন্দরে সাংবাদিকদের সাথে আলােচনাকালে অর্থমন্ত্রী আরাে বলেন, বাংলাদেশের বর্তমান খাদ্য। ঘাটতি সম্পর্কে তিনি বিভিন্ন দেশের সাথে আলােচনা করেন। বাংলাদেশের বাৎসরিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য বৈদেশিক সাহায্যের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে সাহায্য দাতা দেশসমূহের সাথে এই ব্যাপারে যােগাযােগ করতে হবে। তিনি আশ্বাস দেন, আমাদের। বাৎসরিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের জন্য বৈদেশিক সাহায্যের কমতি হবে না। সম্প্রতি ওয়াশিংটনে অনুষ্ঠিত আই. এন. এফ. এর বৈঠকের ফলাফল সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, তিনি সন্তুষ্ট। তিনি বলেন, আই এম এফ এর বৈঠকের সুপারিশসমূহ আগামী ২৪ সেপ্টেম্বর নাইরােবিতে অনুষ্ঠিতব্য সংগঠনের বাৎসরিক সভায় পেশ করা হবে। অর্থমন্ত্রী কমনওয়েলথভুক্ত রাষ্ট্রসমূহের অর্থমন্ত্রীদের আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সম্মেলন সম্পর্কে বলেন, সম্মেলনে উন্নয়নশীল দেশসমূহের বিভিন্ন সমস্যা সম্পর্কে আলােচনা হবে। তিনি বলেন, সম্মেলনে উন্নয়নশীল দেশসমূহের কিভাবে আরও ভালাে করে সাহায্য করা যায় তা নিয়ে আলােচনা করা হবে।
বিদেশে পাট সম্পর্কে আগ্রহ রয়েছে : অর্থ ও পাট বিষয়ক মন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ বলেন, বৃটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারী এবং ব্যবসায়ীদের সাথে তার আলােচনার সময় বাংলাদেশের পাট সম্পর্কে তাদের গভীর আগ্রহ রয়েছে। তিনি গভীর আশা প্রকাশ করেন, বাংলাদেশের পাট বিদেশের বাজারে চাহিদা হবে। বিমানবন্দরে অন্যান্যদের মধ্যে অর্থমন্ত্রীকে স্বাগত জানান সাবেক মন্ত্রী জনাব শামছুল হক, অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মচারী এবং বেগম। জোহরা তাজউদ্দীন।৩০

রেফারেন্স: ১০ আগস্ট ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ