চোরাচালান সব রেকর্ড ছাড়িয়ে গেছে- মওলানা ভাসানী
ন্যাপ প্রধান মওলানা আবদুল হামিদ খান ভাসানী অবিলম্বে চোরাচালানী রােধ এবং দেশকে। অর্থনৈতিক সংকট থেকে রক্ষার উদ্দেশ্যে সরকারের নিকট কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। সােমবার এক সাংবাদিক সাক্ষাৎকারে বর্ষীয়ান ন্যাপ নেতা বলেন যে, চোরাচালানের পরিমাণ পূর্ববর্তী সমস্ত রেকর্ড ভঙ্গ করছে। এবং অভিযােগ করেন যে, বাংলাদেশ রাইফেলস (বিডিআর) বরং চোরাচালানীদের সাহায্য করছে। অথচ চোরাচালানী রােধকল্পে তাদের সীমান্ত এলাকায়। মােতায়েন করা হয়। মওলানা ভাসানী আরাে অভিযােগ করেন যে, সীমান্ত এলাকায় স্থানীয় জনসাধারণ বিডিআরের কাছে চোরাচালানীদের সমর্পণ করলে বিডিআর সাধারণত অর্থের বিনিময়ে চোরাচালানীদের মুক্তি দেয়। ন্যাপ প্রধান বলেন যে, বিডিআর চোরাচালানের সাথে সরাসরিভাবেও জড়িত থাকে এবং চোরাচালানীদের কাছ থেকে লভ্যাংশ গ্রহণ করে থাকে। বিডিআর কর্তৃক সীমান্ত এলাকায় শতকরা ৯৯ ভাগ চোরাচালান বন্ধ হয়েছে বলে বিডিআর প্রধান কর্নেল সি আর দত্ত সম্প্রতি যে বিবৃতি দেন মওলানা ভাসানী তার প্রতিবাদে বলেন যে, রংপুর জেলার পাঁচজন সংসদ। সদস্য কর্তৃক চোরাচালানের বিরুদ্ধে সমবায় মন্ত্রী জনাব মতিউর রহমান সমীপে সাম্প্রতিক অভিযােগ বিডিআর প্রধানের দাবি নস্যাৎ করতে যথেষ্ট। ন্যাপ প্রধান এ ধরনের গুরুতর অভিযােগ সম্পর্কে নীরব না থাকার এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে চোরাচালান রােধকল্পে অবিলম্বে কঠোর হস্তে দমনে এগিয়ে আসার জন্য সরকারের নিকট জোর দাবি করেন।৪৪
রেফারেন্স: ১৪ আগস্ট ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ