সড়ক পরিবহনকে আদর্শ সেবামূলক প্রতিষ্ঠান রূপে গড়ে তােলার আহ্বান
যােগাযােগমন্ত্রী জনাব এম, মনসুর আলী সরকারি ও বেসরকারি উদ্যোগে এদেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে একটি আদর্শ সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তােলার জন্য বেসরকারি বাস মালিকদের প্রতি আহ্বান জানান। জনাব এম, মনসুর আলী রবিবার বাংলাদেশ মােটর মালিক সমিতির সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা মােটর ভেহিকলস্ গ্রুপের সভাপতি গাজী গােলাম মােস্তফা এমপি। জনাব মনসুর আলী বলেন, পাকিস্তানি বর্বর সামরিক বাহিনী দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়ার জন্য পরিবহন ব্যবস্থাকে ধ্বংস করেছে। বর্তমানে আমরা দেশের পরিবহন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে চালু করতে পেরেছি বলে মন্ত্রী মহােদয় উল্লেখ করেন। যােগাযােগ মন্ত্রী বলেন, বর্তমানে আমাদের দেশে মান্ধাতার আমলের পরিবহন ব্যবস্থা বর্তমান পরিবর্তন করে আধুনিক ও আরামদায়ক পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, পরিবহন ব্যবস্থা দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসাবে এর উন্নতিকল্পে সরকার সর্বাধিক গুরুত্ব আরােপ করেছে। যােগাযােগমন্ত্রী জনাব মনসুর আলী বলেছেন, একমাত্র সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা ছাড়া এদেশের মানুষের মুক্তি আসতে পারে না। বঙ্গবন্ধুর সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা অনুসারে এদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে প্রতিজ্ঞাবদ্ধ বলে তিনি উল্লেখ করেন। আমাদের মানসিকতা পরিবর্তন করে সমাজতন্ত্রের কারিগর হিসাবে নিজেদের গড়ে তুলতে হবে। মােটর মালিক সমিতির বিভিন্ন দাবি দাওয়া সরকারের বিবেচনাধীন রয়েছে। বৈদেশিক সাহায্যের ব্যাপারে মােটর মালিকদের অগ্রাধিকারের প্রশ্ন সরকারের পরিকল্পনা কমিশনের বিবেচনাধীন রয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন। এছাড়া বিআরটিসি ও বেসরকারি বাস পরিবহনের ভাড়া বৃদ্ধির বিষয়টিও সরকারের বিবেচনাধীনে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।১৬
রেফারেন্স: ৫ আগস্ট ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ