You dont have javascript enabled! Please enable it! 1973.08.07 | সশস্ত্র সংগ্রাম ছাড়া জনগণের মুক্তি সম্ভব নয়- মওলানা ভাসানী | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

সশস্ত্র সংগ্রাম ছাড়া জনগণের মুক্তি সম্ভব নয়- মওলানা ভাসানী

সন্তোষ। ন্যাশনাল আওয়ামী পার্টি প্রধান মওলানা আবদুল হামিদ খান ভাসানী আজ বলেন, নির্যাতিত জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির জন্য দেশের শ্রমিক সমাজের সম্মিলিত সংগ্রামের প্রয়ােজন। মওলানা ভাসানী আজ সকালে সন্তোষ জোয়ান কর্মী শিবির সম্মেলনের উদ্বোধন করছিলেন। উক্ত সম্মেলনে দেশের বিভিন্ন এলাকা থেকে কর্মী যােগদান করে। বয়ােবৃদ্ধ নেতা মওলানা ভাসানী সম্মেলনের উদ্বোধনী ভাষণে সশস্ত্র সংগ্রাম ছাড়া জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি আনা সম্ভব নয় বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, সর্বহারার আগামী দিনের সংগ্রামেই শ্রমজীবী মানুষের ভাগ্য নির্ধারণ করবে। মওলানা ভাসানী বলেন, মুক্তি আন্দোলনের সংগ্রাম ইসলামিক সমাজতন্ত্রের মাধ্যমে শুরু হবে। বাংলাদেশে সাম্প্রদায়িকতা ছড়ানাের জন্য বেমওলানা ভাসানী ভারতীয় এক শ্রেণির পত্রিকার তীব্র সমালােচনা করেন।২১

রেফারেন্স: ৭ আগস্ট ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ